আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কিত মেডিকেল GK MCQ বর্তমান সময়ে শিক্ষার্থী, চাকরি প্রার্থী ও সাধারণ জ্ঞান অনুশীলনকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), বিভিন্ন আন্তর্জাতিক মেডিকেল গবেষণা প্রতিষ্ঠান, টিকা আবিষ্কার, বৈশ্বিক রোগব্যাধি, স্বাস্থ্য সূচক, চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন এসব বিষয় নিয়মিতভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে। বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষা, BCS, ব্যাংক, প্রাইমারি শিক্ষক নিয়োগ, নার্সিং ও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আন্তর্জাতিক মেডিকেল জেনারেল নলেজ থেকে MCQ প্রশ্ন দেখা যায়।
এই ধরনের MCQ অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে পারে এবং কম সময়ে বেশি বিষয় রিভিশন দিতে সক্ষম হয়। আন্তর্জাতিক মেডিকেল GK MCQ শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য নয়, বরং বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক। নতুন রোগের টিকা, চিকিৎসা গবেষণায় অগ্রগতি, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার ভূমিকা ও সিদ্ধান্ত সম্পর্কে ধারণা একজন সচেতন নাগরিক হিসেবেও জরুরি। তাই নিয়মিত আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কিত মেডিকেল GK MCQ চর্চা করলে জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হয় এবং আত্মবিশ্বাসের সঙ্গে যেকোনো পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হয়।
01. বিশ্বে প্রথমবারের মতো ডুয়েল মুড বাহন তৈরি করেছে কোন দেশ?
(a). চীন
(b). জাপান
(c). যুক্তরাজ্য
(d). জার্মানি
সঠিক উত্তর: (b). জাপান
02. বিশ্বে প্রথম ম্যালেরিয়া রোগের টিকা আবিষ্কারক কোম্পানির নাম কি?
(a). গ্ল্যাক্সোস্মিথক্লাইন
(b). বায়োটেক
(c). সানোফি
(d). কার্ম এন্ড কোং
সঠিক উত্তর: (a). গ্ল্যাক্সোস্মিথক্লাইন
03. ২০২৭ সালে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা হবে কতটি?
(a). ৫০০ টি
(b). ১০০০ টি
(c). ১২০০ টি
(d). ৭০০ টি
সঠিক উত্তর: (d). ৭০০ টি
04. দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি সংরক্ষিত বন রয়েছে কোন দেশে?
(a). ভারতে
(b). বাংলাদেশে
(c). ভুটানে
(d). মালদ্বীপে
সঠিক উত্তর: (c). ভুটানে
05. বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য কত?
(a). ১৯৮ টি
(b). ১৯৪ টি
(c). ১৯০ টি
(d). ২০০ টি
সঠিক উত্তর: (b). ১৯৪ টি
06. গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
(a). রাশিয়া
(b). মিশর
(c). যুক্তরাষ্ট্র
(d). চীন
সঠিক উত্তর: (b). মিশর
07. বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
(a). ৭৬ তম
(b). ৫০ তম
(c). ৪২ তম
(d). ৫৮ তম
সঠিক উত্তর: (a). ৭৬ তম
08. জাতিসংঘে নিযুক্ত বর্তমান মার্কিন স্থায়ী প্রতিনিধি কে?
(a). অ্যানটনি ব্লিঙ্কেন
(b). ডেব হাল্যান্ড
(c). এফ রুবিও
(d). লিন্ডা টমাস গ্রিনফিল্ড
সঠিক উত্তর: (d). লিন্ডা টমাস গ্রিনফিল্ড
09. বর্ষসেরা গোলের জন্য পুসকাস পুরস্কার- ২০২১ পান কোন ফুটবলার?
(a). ক্রিস্টিয়ানো রোনালদো
(b). এরিক লামেলা
(c). রবার্ট এডওয়ার্ড মেন্ডি
(d). এডওয়ার্ড মেন্ডি
সঠিক উত্তর: (b). এরিক লামেলা
10. ৫ম BIMSTEC সম্মেলনের আয়োজক ছিল কোন দেশ?
(a). ভারত
(b). থাইল্যান্ড
(c). ইন্দোনেশিয়া
(d). শ্রীলংকা
সঠিক উত্তর: (d). শ্রীলংকা
11. 'দ্যা আইল্যান্ড' কোন দেশের সংবাদ মাধ্যম?
(a). শ্রীলংকা
(b). ইন্দোনেশিয়া
(c). মালদ্বীপ
(d). থাইল্যান্ড
সঠিক উত্তর: (a). শ্রীলংকা
12. জাতিসংঘে আর্থিক অবদানের ক্ষেত্রে ১ম স্থানে রয়েছে কোন দেশ?
(a). চীন
(b). যুক্তরাষ্ট্র
(c). জাপান
(d). রাশিয়া
সঠিক উত্তর: (b). যুক্তরাষ্ট্র
13. আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা প্রজেক্ট সিন্ডিকেটের সদর দপ্তর কোথায়
অবস্থিত?
(a). জেনেভা
(b). লন্ডন
(c). জেরুজালেম
(d). নিউইয়র্ক
সঠিক উত্তর: (d). নিউইয়র্ক
14. ইন্দোনেশিয়ার নতুন রাজধানির নাম কি?
(a). জাকার্তা
(b). জাভা
(c). নুসানতারা
(d). সুমাত্রা
সঠিক উত্তর: (c). নুসানতারা
15. আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার বর্তমান সদস্য কয়টি?
(a). ১৯২ টি
(b). ২০০ টি
(c). ১৮০ টি
(d). ২০৫ টি
সঠিক উত্তর: (a). ১৯২ টি
16. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বর্তমান চেয়ারম্যান কে?
(a). মেরি সায়মন
(b). লিন্ডা টমাস
(c). ইভান স্টেফানেক
(d). এফ রুবিও
সঠিক উত্তর: (d). এফ রুবিও
17. CPTPP বাণিজ্য চুক্তি কার্যকর হয় কত সালে?
(a). ২০১৯ সালে
(b). ২০২২ সালে
(c). ২০১৮ সালে
(d). ২০২০ সালে
সঠিক উত্তর: (c). ২০১৮ সালে
18. ২২তম কমনওয়েলথ গেমসে কোন খেলাটি পুনরায় চালু হবে?
(a). ক্রিকেট
(b). ফুটবল
(c). ভলিবল
(d). হকি
সঠিক উত্তর: (a). ক্রিকেট
19. ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২১-এ শীর্ষপদক জয়ী দেশ কোনটি?
(a). জাপান
(b). রাশিয়া
(c). যুক্তরাষ্ট্র
(d). স্পেন
সঠিক উত্তর: (c). যুক্তরাষ্ট্র
20. বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
(a). সুদান
(b). ইথিওপিয়া
(c). উগান্ডা
(d). সোমালিয়া
সঠিক উত্তর: (d). সোমালিয়া
21. চিনি উৎপাদন ও রপ্তানীতে শীর্ষ দেশ কোনটি?
(a). চীন
(b). ব্রাজিল
(c). যুক্তরাষ্ট্র
(d). মিশর
সঠিক উত্তর: (b). ব্রাজিল
22. ২০২১ সালের নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান কত?
(a). ৫৪ তম
(b). ৫০ তম
(c). ৬৫ তম
(d). ৩৮ তম
সঠিক উত্তর: (a). ৫৪ তম
23. পশ্চিমবঙ্গের সর্বশেষ কমিউনিস্ট মুখ্যমন্ত্রী কে?
(a). অনিন্দ্য চ্যাটার্জী
(b). সন্ধ্যা মুখোপাধ্যায়
(c). বুদ্ধদেব ভট্টাচার্য
(d). কৃষ্ণা দেবনাথ
সঠিক উত্তর: (c). বুদ্ধদেব ভট্টাচার্য
24. সম্প্রতি কোন রাষ্ট্রটি কৃত্রিম চাঁদ তৈরী করেছে?
(a). যুক্তরাষ্ট্র
(b). চীন
(c). রাশিয়া
(d). ফ্রান্স
সঠিক উত্তর: (b). চীন
25. পাকিস্তান সুপ্রীমকোর্টের প্রথম নারী বিচারপতি কে?
(a). নুসরাত জাহান
(b). জারা মোহাম্মদ
(c). রিনা আমিরি
(d). আয়েশা এ. মালিক
সঠিক উত্তর: (d). আয়েশা এ. মালিক
26. যুক্তরাষ্ট্রের তথ্য গোয়েন্দা প্রতিষ্ঠান মর্নিং কনসাল্ট এর সমীক্ষা
অনুযায়ী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা কে?
(a). জো বাইডেন
(b). ভ্লাদিমির পুতিন
(c). রেজেপ তাইয়িপ এরদোয়ান
(d). নরেন্দ্র মোদি
সঠিক উত্তর: (d). নরেন্দ্র মোদি
27. 'নরকের দরজা' নামে পরিচিত 'দারভাজা গ্যাস ক্র্যাটার' স্থানটি কোন দেশে
অবস্থিত?
(a). তুর্কমেনিস্তান
(b). কাজাখস্তান
(c). লিথুনিয়া
(d). নাইজেরিয়া
সঠিক উত্তর: (a). তুর্কমেনিস্তান
28. ৪৮তম জি-৭ সম্মেলনের আয়োজক দেশ কোনটি?
(a). আলজেরিয়া
(b). জার্মানি
(c). স্পেন
(d). যুক্তরাজ্য
সঠিক উত্তর: (b). জার্মানি
29. ৩২-তম গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২১ এর স্বাগতিক দেশ কোনটি?
(a). ফ্রান্স
(b). যুক্তরাষ্ট্র
(c). জাপান
(d). চীন
সঠিক উত্তর: (c). জাপান
30. ২১ এপ্রিল ২০২১-এ অস্ট্রেলিয়া চীনের সাথে কোন চুক্তি বাতিল করে?
(a). RCEP চুক্তি
(b). CTBT চুক্তি
(c). BRI চুক্তি
(d). CPTPP চুক্তি
সঠিক উত্তর: (c). BRI চুক্তি
ক্লাস ওয়ান থেকে বিসিএস পর্যন্ত পড়ালেখা বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
ওয়েবসাইট লিংক: WWW.FAIFINITY.COM
