আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কিত মেডিকেল GK প্রশ্নোত্তর** শিরোনামের এই পোস্টটি
মূলত সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলি, বৈশ্বিক স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি,
অর্থনীতি ও কূটনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (GK) প্রশ্নোত্তরের একটি
সংকলন। এখানে উপস্থাপিত প্রশ্নগুলো বিশেষভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা,
বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস, ব্যাংক, নৌবাহিনী, সেনাবাহিনীসহ বিভিন্ন
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক।
এই প্রশ্নোত্তরগুলোতে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), বিভিন্ন
আন্তর্জাতিক চুক্তি, সামরিক জোট, বৈশ্বিক রোগব্যাধি, ভ্যাকসিন, মহামারি-পরবর্তী
বিশ্ব পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক অর্থনীতি এবং বিশ্ব রাজনীতির
গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে ও সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর
সরাসরি ও নির্ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা দ্রুত রিভিশন দিতে
পারে এবং গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে পারে।
বিশেষ করে মেডিকেল ও বিজ্ঞানভিত্তিক পরীক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্বাস্থ্য
বিষয়ক তথ্য, বৈশ্বিক রোগ প্রতিরোধ উদ্যোগ, টিকা কার্যক্রম এবং আন্তর্জাতিক
স্বাস্থ্য সংস্থার ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। নিয়মিত পড়াশোনা ও
মডেল টেস্টের পাশাপাশি এই ধরনের GK প্রশ্নোত্তর অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফলাফল
অর্জন করা অনেক সহজ হয়ে যায়।
101. ২৮ ডিসেম্বর ২০২১ কলকাতার ৩৯তম মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন কে?
উত্তর: ফিরহাদ হাকিম
102. করোনার অতি সংক্রামক ডেলটা ও অমিক্রনের সংমিশ্রণের নতুন ধরনের নাম কী?
উত্তর: ডেল্টাক্রন
103. ১ জানুয়ারি ২০২২ কোন ৫ দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে
দায়িত্ব গ্রহণ করে?
উত্তর: আলবেনিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা ও সংযুক্ত আরব আমিরাত
104. J-10 কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
উত্তর: চীন
105. 'হাভানা সিনড্রোম' প্রথম কবে কোথায় দেখা দেয়?
উত্তর: ২০১৬ সালে; কিউবার রাজধানী হাভানায়
106. অস্ট্রেলিয়া-জাপান Reciprocal Access Agreement (RAA) চুক্তি স্বাক্ষর করে
কবে?
উত্তর: ৬ জানুয়ারি ২০২২
107. ২৯ ডিসেম্বর ২০২১ যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বিশেষ দূত হিসেবে কাকে নিয়োগ
দেয়?
উত্তর: রিনা আমিরি
108. WTO-এর প্রথম নারী মহাপরিচালক হিসেবে ১৫ ফেব্রুয়ারি ২০২১ কে নির্বাচিত
হন?
উত্তর: নগোজি ওকোজো-আইওয়েলা
109. সৌদিতে প্রথম নারী সৈনিক কবে নিয়োগ দেওয়া হয়?
উত্তর: ২০২১ সালে
110. ব্রিটেন মুসলিম কাউন্সিল কবে গঠিত হয়?
উত্তর: ২৩ নভেম্বর ১৯৯৭
111. ব্রিটেন মুসলিম কাউন্সিলের প্রথম নারী নির্বাচিত হন কবে ও কে?
উত্তর: ৩১ জানুয়ারি ২০২১; জারা মোহাম্মদ
112. ভ্যাটিকান সিটির পরামর্শ পরিষদের প্রথম নারী হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়?
উত্তর: সিস্টার নাথালি বেকার্ত
113. নিউইয়র্কের ইতিহাসে প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব নেন কে?
উত্তর: ক্যাথি হকুল
114. কানাডার প্রথম নারী আদিবাসী গভর্নর জেনারেল কে?
উত্তর: মেরি সায়মন
115. কবে থেকে হজে নারী সেনারা কাজ করছেন?
উত্তর: এপ্রিল ২০২১ থেকে
116. কবে থেকে নারীরা পুরুষ আত্মীয় ছাড়া হজ পালনের সুযোগ পান?
উত্তর: ২০২১ সাল
117. একসাথে ৯৮ জন নারী বিচারক শপথ গ্রহণ করেন কোন দেশে?
উত্তর: মিসর
118. CTBT জাতিসংঘে উত্থাপন করে কোন দেশ?
উত্তর: অস্ট্রেলিয়া
119. অস্ট্রেলিয়া কবে CTBT উত্থাপন করে?
উত্তর: ২২ আগস্ট ১৯৯৬
120. পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় কবে?
উত্তর: ২২ জানুয়ারি ২০২১
121. ১৭০তম দেশ হিসেবে CTBT অনুমোদন করে কোন দেশ?
উত্তর: কমোরোস
122. CTBT-এর ২৫ বছর পূর্তি হয় কবে?
উত্তর: ১০ সেপ্টেম্বর ২০২১
123. ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে কোন দুটি দেশ?
উত্তর: ইরান ও চীন
124. প্যারিস জলবায়ু চুক্তিতে নেট জিরো লক্ষ্য ধরা হয়েছে কত সালে?
উত্তর: ২০৫০ সাল
125. বৈশ্বিক করপোরেট কর চুক্তির প্রস্তাবক কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র
126. বৈশ্বিক করপোরেট কর চুক্তিতে স্বাক্ষর করে কয়টি দেশ?
উত্তর: ১৩৬টি
127. প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা কার্যকর হয় কবে?
উত্তর: ১৯ ফেব্রুয়ারি ২০২১
128. উন্মুক্ত আকাশ চুক্তি থেকে প্রত্যাহার করে নেয় কোন দেশ?
উত্তর: রাশিয়া
129. ভুটান ও চীন সীমান্ত বিরোধ নিরসনে চুক্তি করে কবে?
উত্তর: ১৪ অক্টোবর ২০২১
130. New START চুক্তির মেয়াদ বাড়ানো হয় কবে পর্যন্ত?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ২০২৬
131. ইস্তানবুল সনদ থেকে প্রথম সরে দাঁড়ায় কোন দেশ?
উত্তর: তুরস্ক
132. RCEP প্রথম অনুমোদন করে কোন দেশ?
উত্তর: থাইল্যান্ড
133. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কবে RCEP অনুমোদন করে?
উত্তর: ২ নভেম্বর ২০২১
134. RCEP চুক্তি কার্যকর হয় কবে?
উত্তর: ১ জানুয়ারি ২০২২
135. ইউরোপের কোন দুটি দেশের মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর: ফ্রান্স ও গ্রিস
136. কোন দেশের প্রভাব রুখতে Comprehensive and Progressive Agreement for
Trans-Pacific Partnership (CPTPP)-এর জন্ম হয়?
উত্তর: চীন
137. CPTPP বাণিজ্য চুক্তি কবে কার্যকর হয়?
উত্তর: ৩০ ডিসেম্বর ২০১৮
138. তাইওয়ান কবে CPTPP-তে যোগ দেওয়ার আবেদন করে?
উত্তর: ২২ সেপ্টেম্বর ২০২১
139. চীন কবে CPTPP-তে যোগদানের আবেদন করে?
উত্তর: ১৬ সেপ্টেম্বর ২০২১
140. ১ ফেব্রুয়ারি ২০২১ কোন দেশ CPTPP-তে যোগদানের আবেদন করে?
উত্তর: যুক্তরাজ্য
141. ১৬ জুলাই ২০২১ আফগানিস্তান, উজবেকিস্তান ও পাকিস্তানকে নিয়ে নতুন চতুর্দেশীয়
জোট গঠনের ঘোষণা দেয় কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র
142. মিউচুয়াল ডিফেন্স ট্রিটি (MDT)-তে যুক্ত দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন
143. কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বিষয়ে প্রথম আন্তর্জাতিক চুক্তি কবে কার্যকর
হয়?
উত্তর: ২৫ জুন ২০২১
144. প্রায় চার বছর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার পর সৌদি আরব কবে কাতারে
রাষ্ট্রদূত নিয়োগ দেয়?
উত্তর: ২১ জুন ২০২১
145. EU থেকে বিচ্ছেদের পর যুক্তরাজ্য কবে অস্ট্রেলিয়ার সাথে মুক্ত বাণিজ্য
চুক্তিতে সম্মত হয়?
উত্তর: ১৫ জুন ২০২১
146. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে New Atlantic Charter স্বাক্ষরিত হয়
কবে?
উত্তর: ১০ জুন ২০২১
147. Brexit পরবর্তী চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্যের নৌযানগুলো ইউরোপীয় ইউনিয়নের
মাছের কত শতাংশ নেবে?
উত্তর: ২৫ শতাংশ
148. ১৮ এপ্রিল ২০২১ ইসরায়েল কোন দেশের সাথে সর্বকালের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি
করে?
উত্তর: গ্রিস
149. ২১ এপ্রিল ২০২১ অস্ট্রেলিয়া চীনের সাথে কোন চুক্তি বাতিল করে?
উত্তর: Belt and Road Initiative (BRI)
150. গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
Related Posts
151. গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: মিশর
152. গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: রাশিয়া
153. ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
154. ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
155. ভুট্টা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
156. ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
157. চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ভারত
158. ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৩য়
159. চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ব্রাজিল
160. খেজুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: মিশর
161. টি-শার্ট রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন (বাংলাদেশ দ্বিতীয়)
162. বৈদেশিক মুদ্রা মজুতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
163. বৈদেশিক মুদ্রা মজুতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৪৪তম
164. ২০২১ সালের নিরাপদ নগরী সূচকে শীর্ষ শহর কোনটি?
উত্তর: কোপেনহেগেন, ডেনমার্ক
165. ২০২১ সালের নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান কত?
উত্তর: ৫৪তম
166. বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: সোমালিয়া
167. বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৭৬তম
168. বিশ্বব্যাংক কোন রিপোর্ট প্রকাশ বন্ধ করেছে?
উত্তর: Doing Business Report
169. হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?
উত্তর: জাপান ও সিঙ্গাপুর
170. Henley and Partners বছরে কয়বার পাসপোর্ট সূচক প্রকাশ করে?
উত্তর: ৪ বার
171. হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১০১তম
172. ২০২১ সালের GEP সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
173. সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: ভুটান
174. যুক্তরাষ্ট্রের ৭১তম পররাষ্ট্রমন্ত্রী কে?
উত্তর: অ্যান্টনি ব্লিঙ্কেন
175. যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী কে?
উত্তর: ডেব হাল্যান্ড
176. ২০২২ সালে জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
উত্তর: লিন্ডা টমাস গ্রিনফিল্ড
