আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিয়ত ঘটে চলা রাজনৈতিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও
স্বাস্থ্য–সংক্রান্ত ঘটনাবলি সম্পর্কে আপডেট থাকা বর্তমান সময়ে অত্যন্ত
গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেডিকেল ও সাধারণ জ্ঞান (GK)–এর সমন্বিত প্রস্তুতির
ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়াবলি একটি অপরিহার্য অংশ। এই শিরোনামের অধীনে উপস্থাপিত
প্রশ্নোত্তরগুলো মূলত আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনা, বিশ্বস্বাস্থ্য সংস্থা,
বিভিন্ন দেশের স্বাস্থ্যনীতি, বৈজ্ঞানিক অগ্রগতি, টিকা কর্মসূচি, মহামারি, গবেষণা
প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট মেডিকেল ও
স্বাস্থ্যভিত্তিক তথ্যকে কেন্দ্র করে সাজানো হয়েছে।
এখানে দেওয়া QnA (Question–Answer) গুলো সম্পূর্ণ শর্ট ও পরীক্ষামুখী ফরম্যাটে
উপস্থাপন করা হয়েছে, যাতে খুব অল্প সময়ে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখা সহজ হয়।
প্রতিটি প্রশ্ন নির্বাচিত হয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার দৃষ্টিকোণ থেকে । যেমন:
মেডিকেল ভর্তি পরীক্ষা, সরকারি চাকরি (BCS, ব্যাংক, NTRCA), নার্সিং,
প্যারামেডিকেল, স্বাস্থ্য অধিদপ্তর, এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যেগুলো থেকে
প্রশ্ন আসার সম্ভাবনা বেশি।
এই প্রশ্নোত্তরগুলোর মাধ্যমে পাঠকরা একদিকে যেমন আন্তর্জাতিক বিষয়াবলির
গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন, অন্যদিকে তেমনি মেডিকেল GK এর সঙ্গে সেগুলোর
যোগসূত্রও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। সহজ ভাষা, নির্ভুল উত্তর এবং সংক্ষিপ্ত
ব্যাখ্যামূলক তথ্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।
বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, এই কনটেন্টটি এমনভাবে সাজানো হয়েছে যাতে রিভিশন দেওয়ার সময় খুব দ্রুত চোখ বুলিয়ে নেওয়া যায়। যারা অল্প সময়ে বেশি তথ্য আয়ত্ত করতে চান বা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য নির্ভরযোগ্য নোট খুঁজছেন, তাদের জন্য এই আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কিত মেডিকেল GK প্রশ্নোত্তর একটি কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে।
01. বিশ্বে প্রথমবারের মতো ডুয়েল মুড বাহন (দ্বৈত প্রকৃতির বাহন) তৈরি করেছে কোন
দেশ?
উত্তর: জাপান
02. জাপানের ডুয়েল মুড বাহন কি নামে পরিচিত?
উত্তর: ডিএমভি (২১ জন যাত্রী চলাচল করতে পারবে)
03. ডিএমভি'র গতি সড়কে ঘণ্টায় কত কিমি?
উত্তর: ১০০ কিমি (রেললাইনে-৬০ কিমি)
04. করোনা মহামারীর স্মৃতি নিয়ে লেখা বই 'Call Us What We Carry' এর লেখক কে?
উত্তর: আমান্ডা গোরম্যান
05. মিয়ানমারের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর: প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার
06. ব্রিটিশ সংবাদপত্র 'দ্য গার্ডিয়ান' এর দৃষ্টিতে, ২০২১ সালের সবচেয়ে বেশি
আলোচিত উপন্যাস কোনটি?
উত্তর: 'Beautiful World, Where Are You' (লেখক-স্যালি রুনি)
07. 'দ্যা আইল্যান্ড' কোন দেশের সংবাদ মাধ্যম?
উত্তর: শ্রীলংকার
08. নিষিদ্ধ কনটেন্ট অপসারণ না করায় গুগল ও মেটাকে জরিমানা করেছে কোন দেশ?
উত্তর: রাশিয়া
09. রাশিয়ার সাথে ইউক্রেনের সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর: ২ হাজার ৬৩ কিলোমিটার
10. ভূমিকম্প তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় যে রেখাগুলোতে, সেগুলোর নাম কি?
উত্তর: বিযুক্তি রেখা
11. সিয়াল ও সীমার মধ্যে বিভাজনকারী রেখার নাম কি?
উত্তর: কনরাড বিযুক্তি
12. আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'সেভ দ্য চিলড্রেন' প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৫ এপ্রিল, ১৯১৯ (লন্ডন)
13. চীন-পাকিস্তানের হামলা মোকাবিলায় ভারত মোতায়েন করেছে কোন অস্ত্র?
উত্তর: এস-৪০০ ক্ষেপণাস্ত্র
14. বিশ্বে প্রথম ম্যালেরিয়া রোগের টিকা আবিষ্কারক কোম্পানির নাম কি?
উত্তর: গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে)
15. ২০২১ সালে ওসিসিআরপি'র বর্ষসেরা দুর্নীতিবাজের তালিকায় শীর্ষে কে ছিলেন?
উত্তর: আলেকজান্ডার লুকাশেঙ্কো
16. আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ২ জন রাষ্ট্রদূত হলেন কারা?
উত্তর: রিনা আমিরি ও স্টিফেন ফস্টার
17. সম্প্রতি আফ্রিকার কোন দেশে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে?
উত্তর: সোমালিয়া
18. সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে?
উত্তর: কলোরাডো
19. জাতিসংঘে আর্থিক অবদানের ক্ষেত্রে ১ম স্থানে রয়েছে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র (২য়-চীন, ৩য়-জাপান)
20. করোনার নতুন ধরন 'ফ্লুরোনা' প্রথম শনাক্ত হয় কোন দেশে?
উত্তর: ইসরায়েলে
21. ৬ মাসের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করে কোন দেশ?
উত্তর: ফ্রান্স
22. 'জে-১০সি' কোন দেশের যুদ্ধবিমান?
উত্তর: চীন
23. মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয় কোন দেশে?
উত্তর: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
24. যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের কারণে আফ্রিকার কতটি দেশের শুল্কমুক্ত
সুবিধা বাতিল করেছে?
উত্তর: ৩টি (ইথিওপিয়া, মালি ও গিনি)
25. শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটুকে সমাহিত করা হয় কোথায়?
উত্তর: কেপটাউনের ক্যাথেড্রালে
26. নেদারল্যান্ডসের নতুন মন্ত্রিসভায় নারী সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৪ জন (২৯ জনের মধ্যে)
27. বিশ্বে পারমাণবিক অস্ত্রের কত শতাংশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে?
উত্তর: ৯০ শতাংশ
28. ২০২৭ সালে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা হবে কতটি?
উত্তর: ৭০০টি
29. ফ্রান্সে করোনার নতুন কোন ধরন শনাক্ত হয়েছে?
উত্তর: আইএইচইউ (বি.১.৬৪০.২)
30. পানির নিচে তৈরি করা দীর্ঘতম হাইওয়ে টানেলের নাম কি?
উত্তর: চ্যানেল টানেল (ইংল্যান্ড-ফ্রান্স)
31. পানির নিচে তৈরি চীনের দীর্ঘতম হাইওয়ে টানেলের নাম কি?
উত্তর: Taihu tunnel (তাইহু টানেল) — দৈর্ঘ্য ১০.৭৯ কি.মি
32. তাইহু সুড়ঙ্গ চীনের কোন প্রদেশে অবস্থিত?
উত্তর: জিয়াংশু
33. 'নিউম্যান স্পেস' কোন দেশভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা?
উত্তর: অস্ট্রেলিয়া
34. সম্প্রতি রাশিয়া মধ্য এশিয়ার কোন দেশটির সরকারকে সহায়তা করতে সেনা
পাঠিয়েছে?
উত্তর: কাজাখস্তান
35. পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে?
উত্তর: আয়েশা এ. মালিক
36. রাশিয়ার বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর নাম কি?
উত্তর: সের্গেই শোইগু
37. যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী কে?
উত্তর: লয়েড অস্টিন
38. তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে গণ বিক্ষোভের সূত্রপাত হয়
কোথায়?
উত্তর: কাজাখস্তানে
39. কাজাখস্তানের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: কাসিম জোমার্ট তোকায়েভ
40. কাজাখস্তানের কোন তেলসমৃদ্ধ অঞ্চলে প্রথম বিক্ষোভ শুরু হয়?
উত্তর: মানজিস্তাউ
41. দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি সংরক্ষিত বন রয়েছে কোন দেশে?
উত্তর: ভুটান (৪৯.৬৭ শতাংশ)
42. আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা প্রজেক্ট সিন্ডিকেটের সদর দপ্তর কোথায়?
উত্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
43. কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (CSTO) প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৫ মে, ১৯৯২
44. সম্প্রতি চীন ভারতের অরুনাচল প্রদেশের কতটি জায়গার নতুন নামকরণ করেছে?
উত্তর: ১৫টি
45. ডেল্টা ও ওমিক্রন মিশ্রিত নতুন ভ্যারিয়েন্ট ‘ডেল্টাক্রন’ শনাক্ত হয় কোথায়?
উত্তর: সাইপ্রাসে
46. সম্প্রতি ইউরোপের কোন দেশের ওপর চীন বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে?
উত্তর: লিথুয়ানিয়া
47. কাজাখস্তানের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন কে?
উত্তর: নূরসুলতান নাজারবায়েভ
48. কাজাখস্তানের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার নাম কি?
উত্তর: কেএনবি
49. কাজাখস্তানে বিক্ষোভকারীদের নতুন স্লোগান কী?
উত্তর: ওল্ড ম্যান আউট
50. কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের সদস্য সংখ্যা কয়টি?
উত্তর: ৬টি
51. আরাকান আর্মির কমান্ডার ইন চিফ কে?
উত্তর: জেনারেল ওয়াং মা নাইং
52. ভারতের মুসলিম সম্প্রদায়ের আইন ও নীতিনির্ধারণে সর্বোচ্চ পরিষদের নাম কী?
উত্তর: অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড
53. ভারতীয় জাতীয় স্মৃতিসৌধ, যা প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গ-আফগান যুদ্ধে নিহত
সেনাদের স্মরণে নির্মিত—তার নাম কী?
উত্তর: ইন্ডিয়া গেট
54. ‘নরকের দরজা’ নামে পরিচিত দারভাজা গ্যাস ক্র্যাটার কোন দেশে?
উত্তর: তুর্কমেনিস্তান
55. ‘এএলকিউএসটি’ কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা?
উত্তর: সৌদি আরব
56. প্রথমবার মানবদেহে শুকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টার
57. ডেভিড বেনেটের শরীরে কোন প্রাণীর হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়?
উত্তর: শুকরের হৃৎপিণ্ড
58. ইউরোপীয় পার্লামেন্টের বর্তমান আসন সংখ্যা কত?
উত্তর: ৭০৫টি
59. যুক্তরাষ্ট্রের ২৫ সেন্টের মুদ্রায় প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কার ছবি
যুক্ত হয়?
উত্তর: মায়া অ্যাঞ্জেলু
60. বিশ্বে প্রথম উটের জন্য ফাইভ স্টার হোটেল তৈরি করে কোন দেশ?
উত্তর: সৌদি আরব
61. ২০২০ সালে বিশ্ব অর্থনীতির সংকোচন কত শতাংশ ছিল?
উত্তর: ৩.১ শতাংশ
62. বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী কোন দেশ?
উত্তর: জাপান
63. প্রাপ্তবয়স্ক হওয়ার উপলক্ষে জাপানে উদযাপিত দিবসের নাম কী?
উত্তর: কামিং অব এজ ডে
64. যুক্তরাষ্ট্র কবে গুয়ানতানামো বে কারাগার চালু করে?
উত্তর: ১০ জানুয়ারি, ২০০২
65. জাতিসংঘে চাঁদা পরিশোধে কতটি দেশ পিছিয়ে পড়েছে?
উত্তর: ১১টি
66. জাতিসংঘে কোনো দেশ টানা কত বছর বকেয়া পরিশোধ করতে না পারলে ভোটাধিকার স্থগিত
হয়?
উত্তর: ২ বছর
67. বকেয়া অর্থ পরিশোধ না করায় সম্প্রতি জাতিসংঘ কয়টি দেশের ভোটাধিকার স্থগিত
করেছে?
উত্তর: ৮টি (ইরান, ভেনিজুয়েলা, সুদান, অ্যান্টিগুয়া এন্ড বারবুডা, কঙ্গো,
গিনি, পাপুয়া নিউগিনি ও ভানুয়াতু)
68. 'ওয়েলিকাদা কারাগার' কোথায় অবস্থিত?
উত্তর: শ্রীলংকায়
69. এমআই-৫ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
উত্তর: যুক্তরাজ্য
70. কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: আলীখান এসমাইলভ
71. 'গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স' প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ২০১৬ সালে (জেনেভা, সুইজারল্যান্ড)
72. 'Gavi The Vaccine Alliance' এর বর্তমান প্রধান নির্বাহী কে?
উত্তর: সেথ বার্কুলে
73. 'কোভ্যাক্স' বিশ্বের কতটি দেশ ও অঞ্চলে করোনার টিকা সরবরাহ করেছে?
উত্তর: ১৪৪টি
74. বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য কত?
উত্তর: ১৯৪টি
75. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্স প্রকল্পটি চালু করে কবে?
উত্তর: ২০২০ সালে
76. স্মার্ট কার্ডের জনক কে?
উত্তর: রোনাল্ড মোরেনো
77. ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম কি?
উত্তর: নুসানতারা
78. আন্তর্জাতিক দাতব্য সংস্থা 'অক্সফাম' এর সদর দপ্তর কোথায়?
উত্তর: নাইরোবি, কেনিয়া
79. শ্রীলংকার 'কলম্বো পোর্ট সিটি' কোন দেশের অর্থায়নে নির্মিত হচ্ছে?
উত্তর: চীন
80. মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর বর্তমান পরিচালক কে?
উত্তর: উইলিয়াম বার্নস
81. ২০২২ সালে বিশ্বে বেকার মানুষের সংখ্যা হবে কত?
উত্তর: ২০ কোটি ৭০ লাখ
82. এনভায়রনমেন্ট ইনভেস্টিগেশন এজেন্সি (EIA) গঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৮৪ সালে
83. যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী মুসলিম ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন
পেয়েছেন কে?
উত্তর: নুসরাত জাহান
84. 'হিউম্যান রাইটস ওয়াচ'-এর পূর্বনাম কি?
উত্তর: হেলসিঙ্কি ওয়াচ
85. বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা কে? (মর্নিং কনসাল্ট)
উত্তর: নরেন্দ্র মোদি
86. ১৯৭১ সালের যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে নির্মিত স্থাপনার নাম কী?
উত্তর: অমর জওয়ান জ্যোতি
87. 'অমর জাওয়ান জ্যোতি' বর্তমানে ভারতের কোন স্থাপনার সঙ্গে যুক্ত?
উত্তর: জাতীয় যুদ্ধস্মারক
88. ২৫,৯৪২ জন শহীদ জওয়ানের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের নাম কী?
উত্তর: জাতীয় যুদ্ধস্মারক
89. গ্লোবাল ইকোনমিকস ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস-২০২১ পুরস্কার পেয়েছে কোন
প্রতিষ্ঠান?
উত্তর: নগদ
90. আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার বর্তমান সদস্য কয়টি?
উত্তর: ১৯২টি
91. যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি?
উত্তর: প্যাট্রিয়ট
92. 'আইকিউ এয়ার' কোন দেশভিত্তিক ওয়েবসাইট?
উত্তর: সুইজারল্যান্ড
93. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: এফ রুবিও
94. র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি লিখেছেন
কে?
উত্তর: ইভান স্টেফানেক
95. সম্প্রতি কোন রাষ্ট্রটি কৃত্রিম চাঁদ তৈরি করেছে?
উত্তর: চীন
96. ভারতের পদ্মভূষণ সম্মাননা প্রত্যাখ্যান করেন কে?
উত্তর: বুদ্ধদেব ভট্টাচার্য
97. জেমস ওয়েব টেলিস্কোপ যে স্থানে পৌঁছেছে তার নাম কী?
উত্তর: লাগ্রাঞ্জ পয়েন্ট–২ (L2)
98. পশ্চিমবঙ্গের সর্বশেষ কমিউনিস্ট মুখ্যমন্ত্রী কে?
উত্তর: বুদ্ধদেব ভট্টাচার্য
99. পশ্চিমবঙ্গের কোন দুই শিল্পী পদ্মশ্রী প্রত্যাখ্যান করেছেন?
উত্তর: সন্ধ্যা মুখোপাধ্যায় ও অনিন্দ্য চ্যাটার্জি
100. একই সাথে ফ্লু ও করোনার উপসর্গ থাকলে তাকে কী বলা হয়?
উত্তর: ফ্লোরোনা / ফ্লুরোনা (Flurona)
ক্লাস ওয়ান থেকে বিসিএস পর্যন্ত পড়ালেখা বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
ওয়েবসাইট লিংক: WWW.FAIFINITY.COM
