ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষের GK প্রশ্ন উত্তর - খ ইউনিট সাধারন জ্ঞান প্রশ্নপত্র সমাধান

ঢাবি খ ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের GK প্রশ্ন উত্তর সমাধান দেওয়া হয়েছে, খ ইউনিট সাধারন জ্ঞান সমাধান, ঢাবি খ ইউনিট, DU B Unit Question Solve, DU

এই পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের সাধারণ জ্ঞান (GK) প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ ও নির্ভুল সমাধান উপস্থাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য ঘ ইউনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট, যেখানে সাধারণ জ্ঞান অংশটি পরীক্ষায় ভালো ফলাফলের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। সে কারণেই এই প্রশ্নপত্রের সমাধান শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে বলে আশা করা যায়।
এই পোস্টে অন্তর্ভুক্ত প্রতিটি এমসিকিউ (MCQ) প্রশ্নের সঠিক উত্তর স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই নিজের উত্তর যাচাই করতে পারে। শুধু উত্তরই নয়, প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে প্রয়োজনীয় ব্যাখ্যাও সংযুক্ত করা হয়েছে, যা বিষয়টি গভীরভাবে বুঝতে সাহায্য করবে। এর ফলে শিক্ষার্থীরা মুখস্থনির্ভর প্রস্তুতির পরিবর্তে বিষয়ভিত্তিক পরিষ্কার ধারণা অর্জন করতে পারবে।
ঘ ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্নগুলো সাধারণত বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, ভূগোল, বিজ্ঞান ও প্রযুক্তি, সাম্প্রতিক ঘটনা এবং গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার ওপর ভিত্তি করে প্রণীত হয়। এই পোস্টে দেওয়া প্রশ্ন ও সমাধানগুলো সেই সিলেবাস অনুসরণ করেই সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা পরীক্ষার ধরন ও প্রশ্নের মান সম্পর্কে একটি বাস্তব ধারণা পায়।
বিশেষ করে যারা ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, তাদের জন্য এই সমাধানগুলো একটি কার্যকর রিভিশন গাইড হিসেবে কাজ করবে। একই সঙ্গে এটি মডেল প্রশ্ন হিসেবে ব্যবহার করে নিজেদের প্রস্তুতির ঘাটতি চিহ্নিত করাও সহজ হবে। আগের বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে পরীক্ষায় কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পায়, তা সহজেই অনুধাবন করা যায় । এই পোস্ট সে সুযোগও তৈরি করে দেবে।
এছাড়াও, যেসব শিক্ষার্থী বিভিন্ন ভর্তি কোচিং বা গাইডবুকের বাইরে নির্ভরযোগ্য অনলাইন রিসোর্স খুঁজছেন, তাদের জন্য এই পোস্টটি একটি মানসম্মত সহায়ক উপকরণ হিসেবে বিবেচিত হতে পারে। এখানে প্রশ্নগুলো পরিষ্কারভাবে সাজানো হয়েছে এবং উত্তরগুলো নির্ভুল তথ্যের ভিত্তিতে প্রদান করা হয়েছে, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
সব মিলিয়ে বলা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট ২০২০–২০২১ শিক্ষাবর্ষের সাধারণ জ্ঞান প্রশ্নপত্রের এই সমাধান পোস্টটি ভর্তি পরীক্ষার্থীদের জন্য একটি প্রয়োজনীয় ও উপকারী রেফারেন্স। নিয়মিত অনুশীলন, প্রশ্ন বিশ্লেষণ এবং ব্যাখ্যাসহ উত্তর অধ্যয়ন করলে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা অনেকটাই সহজ হয়ে উঠবে । ইনশাআল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষের GK প্রশ্ন উত্তর - খ ইউনিট সাধারন জ্ঞান প্রশ্নপত্র সমাধান

1. 'কোর্ট অব রেকর্ড' বলা হয় যে আদালতকে-
(a). সুপ্রিম কোর্ট
(b). হাই কোর্ট
(c). জজ কোর্ট
(d). ম্যাজিস্ট্রেট কোর্ট
Ans: (a). সুপ্রিম কোর্ট

ব্যাখ্যা: বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সংবিধানের ১০৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিমকোর্ট একটি 'কোর্ট অব রেকর্ড হিসেবে গণ্য হবে। সুপ্রিম কোর্টের যাবতীয় সিদ্ধান্ত ও বিচারিক কার্যক্রম স্থায়ীভাবে নথিবদ্ধ ও রক্ষিত হয় বলে এক 'কোর্টে অব রেকর্ড' বলা হয়। বাংলাদেশের আদালতকে দুইভাগে ভাগ করা যায়- ক) সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালত খ) নিম্ন আদালত। আবার সুপ্রিম কোর্ট দুই ভাগে বিভক্ত- ক) আপীল বিভাগ খ) হাইকোর্ট।

2. সদ্যঘোষিত 'আউকুস' চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয় -
(a). জাপান
(b). যুক্তরাষ্ট্র
(c). যুক্তরাজ্য
(d). অস্ট্রেলিয়া
Ans: (a). জাপান

ব্যাখ্যা: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া মধ্যকার একটি বিশেষ কৌশলগত নিরাপত্তা চুক্তির নাম 'আউকুস'। আউকুস (AUKUS) চুক্তির আওতাভুক্ত বিষয়গুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম টেকনোলজি ও সাইবার নিরাপত্তা। এই চুক্তির ফলে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির সক্ষমতা অর্জন করবে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমানোই এই জোটের মূল লক্ষ্য।

3. স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে -
(a). আমদানি বাড়ে
(b). রপ্তানি বাড়ে
(c). বাজেট ঘাটতি বাড়ে
(d). রপ্তানি কমে
Ans: (b). রপ্তানি বাড়ে

ব্যাখ্যা: স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে স্থানীয় পণ্যের মূল্য বৈদেশিক বাজারে তুলনামূলকভাবে কমে যায়। ফলে বিদেশিরা বেশি পরিমাণে স্থানীয় পণ্য ক্রয় করে, যার ফলে রপ্তানি বৃদ্ধি পায় এবং রপ্তানিকারকদের আয় বাড়ে।

4. ২০২০ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো -
(a). মিনারি
(b). প্যারাসাইট
(c). হোয়াইট টাইগার
(d). ম্যারেজ স্টোরি
Ans: (b). প্যারাসাইট

ব্যাখ্যা: ২০২০ সালের ৯২তম অস্কার আসরে দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র ‘প্যারাসাইট’ (পরিচালক: বং জুন হো) প্রথম বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করে। অস্কার পুরস্কারের প্রাতিষ্ঠানিক নাম একাডেমি অ্যাওয়ার্ড।

5. পৃথিবী সূর্যের ____ নিকটতম গ্রহ -
(a). ২য়
(b). ৩য়
(c). ৪র্থ
(d). ৫ম
Ans: (b). ৩য়

ব্যাখ্যা: পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় ৮ মিনিট ১৯ সেকেন্ড। সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলো বুধ।

6. রংপুরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস -
(a). রাজবংশী
(b). মাহাতো
(c). বম
(d). মুন্ডা
Ans: (a). রাজবংশী

ব্যাখ্যা: রাজবংশী উপজাতি মূলত রংপুর ও রাজশাহী অঞ্চলে বসবাস করে। বম উপজাতি পার্বত্য চট্টগ্রামে, মাহাতো উপজাতি সিরাজগঞ্জ ও বগুড়ায় এবং মুন্ডা উপজাতি সাতক্ষীরা ও সুন্দরবন সংলগ্ন এলাকায় বসবাস করে।

7. নিচের যে পত্রিকাটি ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয় -
(a). পূর্বাণী
(b). দেশের কথা
(c). বিপ্লবী কথা
(d). জয় বাংলা
Ans: (d). জয় বাংলা

ব্যাখ্যা: ‘জয় বাংলা’ ছিল মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে পরিচিত একটি সাপ্তাহিক পত্রিকা। এটি মুজিবনগরের জয় বাংলা প্রেস থেকে মুদ্রিত হতো এবং ১৯৭১ সালের ১১ মে প্রথম প্রকাশিত হয়।

8. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল -
(a). ধীরেন্দ্রনাথ দত্ত
(b). মওলানা মোহাম্মদ আকরাম খাঁ
(c). আবুল হাশিম
(d). নবাব নওয়াব আলী চৌধুরী
Ans: (d). নবাব নওয়াব আলী চৌধুরী

ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তিনি টাঙ্গাইলের ধনবাড়ীর জমিদার ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আর্থিক ও নীতিগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

9. বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে -
(a). ১ম
(b). ২য়
(c). ৩য়
(d). ৪র্থ
Ans: (c). ৩য়

ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে (অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭ক) মৌলিক অধিকারসমূহ বর্ণিত আছে। সংবিধানে মোট ১১টি ভাগ রয়েছে।

10. নিচের যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় -
(a). ফ্রান্স
(b). চীন
(c). রাশিয়া
(d). জার্মানি
Ans: (d). জার্মানি

ব্যাখ্যা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ পাঁচটি— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন। জার্মানি স্থায়ী সদস্য নয়, তবে এটি অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হতে পারে।

11. সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ প্রতিযোগিতায় যে কয়টি সিরিজ বাংলাদেশ জয়লাভ করেছে -
(a). ২টি
(b). ৭টি
(c). ৮টি
(d). ৯টি
Ans: (d). ৯টি

ব্যাখ্যা: টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর ২১৫/৫ (শ্রীলংকার বিপক্ষে)। টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল (১০৩, ওমানের বিপক্ষে)। টি-টোয়েন্টিতে বিশ্ব তথা বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান (১১১টি)। (সর্বশেষ তথ্য: ২০ অক্টোবর ২০২১)।

12. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশের দূতাবাসের হাইকমিশনার ছিলেন -
(a). এম হোসেন আলী
(b). আবু সাঈদ চৌধুরী
(c). এম.এ. করিম
(d). এম. আর. সিদ্দিকী
Ans: (b). আবু সাঈদ চৌধুরী

ব্যাখ্যা: বিচারপতি আবু সাঈদ চৌধুরী মুক্তিযুদ্ধকালে লন্ডনে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের হাইকমিশনার ছিলেন। এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি পতাকা উত্তোলন করেন (কলকাতা হাইকমিশনে)। এম এ করিম ছিলেন লন্ডনের পাকিস্তান দূতাবাসের ডেপুটি হাইকমিশনার এবং এম আর সিদ্দিকী মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে যুক্তরাষ্ট্রে সক্রিয় ভূমিকা পালন করেন।

13. দি ওয়েলথ অব নেশনস্ গ্রন্থের রচয়িতা -
(a). অ্যাডাম স্মিথ
(b). চার্লস টেইলর
(c). জি. ডব্লিউ. এফ. হেগেল
(d). কার্ল মার্কস
Ans: (a). অ্যাডাম স্মিথ

ব্যাখ্যা: “দি ওয়েলথ অব নেশনস” গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ। তাকে অর্থনীতির জনক বলা হয়। তিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে অভিহিত করেন। গ্রন্থটি ১৭৭৬ সালে প্রকাশিত হয়।

14. বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফা দাবির যে দফায় পৃথক মুদ্রাব্যবস্থার প্রসঙ্গ রয়েছে -
(a). ২
(b). ৩
(c). ৪
(d). ৫
Ans: (b). ৩

ব্যাখ্যা: ১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে ছয় দফা দাবি উত্থাপন করেন। তৃতীয় দফায় মুদ্রা বা অর্থ-সংক্রান্ত ক্ষমতার কথা বলা হয়েছে, যেখানে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক মুদ্রাব্যবস্থার প্রসঙ্গ অন্তর্ভুক্ত ছিল।

15. নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ -
(a). চন্দ্রদ্বীপ
(b). ময়নামতি
(c). হরিকেল
(d). পাটালীপুত্র
Ans: (c). হরিকেল

ব্যাখ্যা: প্রাচীন বাংলায় প্রায় ১৬টি জনপদ ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পুণ্ড্র, বরেন্দ্র, রাঢ়, সমতট, গৌড়, বঙ্গ ও হরিকেল। হরিকেল ছিল একমাত্র পাহাড়ি জনপদ।

16. রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন 'কলোসিয়াম' হলো -
(a). খেলার মাঠ
(b). নাট্যশালা
(c). বিশ্ববিদ্যালয়
(d). উপাসনালয়
Ans: (b). নাট্যশালা

ব্যাখ্যা: কলোসিয়াম ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার, ছাদবিহীন নাট্যশালা। এখানে গ্লাডিয়েটরদের যুদ্ধ ও বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হতো। এর নির্মাণকাজ শুরু হয় খ্রিষ্টাব্দ ৭০ সালে।

17. সি প্রোগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনার জন্য ব্যবহৃত একটি রিলেশনাল অপারেটর হলো -
(a). = ?
(b). = !
(c). = ≥
(d). Less than
Ans: (d). Less than

ব্যাখ্যা: সি প্রোগ্রামিং ভাষায় দুটি চলকের মধ্যে তুলনার জন্য রিলেশনাল অপারেটর ব্যবহৃত হয় ।

18. ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে ২০২১ সালের আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন -
(a). সঞ্জীব দ্রং
(b). মথুরা বিকাশ ত্রিপুরা
(c). জ্যোতি প্রকাশ চাকমা
(d). জুরি মং
Ans: (b). মথুরা বিকাশ ত্রিপুরা

ব্যাখ্যা: বাংলাদেশ সরকার ২০২১ সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান শুরু করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে অবদানের জন্য খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা এই সম্মাননা লাভ করেন।

19. স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই ট্রান্সমিট করার প্রক্রিয়াকে বলা হয় _____ ট্রান্সমিটার -
(a). অ্যাসিনক্রোনাস
(b). সিমপ্লেক্স
(c). সিনক্রোনাস
(d). আইসোক্রোনাস
Ans: (a). অ্যাসিনক্রোনাস

ব্যাখ্যা: অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার অসম সময়ের ব্যবধানে পাঠানো হয় এবং প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না।

20. ২০২১-২২ সালের উন্নয়ন বাজেটে যে খাতে ২য় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে -
(a). স্বাস্থ্য
(b). শিক্ষা ও প্রযুক্তি
(c). কৃষি
(d). পরিবহণ ও যোগাযোগ
Ans: (d). পরিবহণ ও যোগাযোগ

ব্যাখ্যা: ২০২১-২২ অর্থবছরের বাজেটে মোট বরাদ্দ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এডিপিতে সর্বোচ্চ বরাদ্দের পর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয় পরিবহণ ও যোগাযোগ খাতে।

21. যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না -
(a). সি++
(b). ম্যাটল্যাব
(c). ফক্সপ্রো
(d). প্রোলগ
Ans: (b). ম্যাটল্যাব

ব্যাখ্যা: কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বলতে মানুষের মতো চিন্তা-ভাবনা ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম যন্ত্রের বুদ্ধিমত্তাকে বোঝায়। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক ব্রিটিশ বিজ্ঞানী অ্যালান টুরিং। সাধারণত LISP, PROLOG, C/C++, JAVA, PYTHON, HASKELL ইত্যাদি ভাষা কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয়।

22. জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন -
(a). প্রধানমন্ত্রী
(b). চিফ হুইপ
(c). সাধারণ সম্পাদক
(d). স্পিকার
Ans: (b). চিফ হুইপ

ব্যাখ্যা: জাতীয় সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সরকারি দলের বিল পাসে প্রয়োজনীয় ভোট নিশ্চিত করার দায়িত্ব চিফ হুইপের। জাতীয় সংসদের সভাপতি হলেন স্পিকার এবং সংসদের নেতা হলেন প্রধানমন্ত্রী।

23. যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন -
(a). সৌদি আরব
(b). যুক্তরাজ্য
(c). আরব আমিরাত
(d). যুক্তরাষ্ট্র
Ans: (a). সৌদি আরব

ব্যাখ্যা: বাংলাদেশে সর্বাধিক রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে। শীর্ষ রেমিট্যান্স প্রেরণকারী দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মালয়েশিয়া ও যুক্তরাজ্য।

24. 'ঈদগাঁও', 'মধ্যনগর' এবং 'ডাসার' হলো -
(a). নবনির্মিত পর্যটন কেন্দ্র
(b). নতুন আবিষ্কৃত কয়লাখনি
(c). সদ্য প্রতিষ্ঠিত উপজেলা
(d). নবনির্মিত ইপিজেড
Ans: (c). সদ্য প্রতিষ্ঠিত উপজেলা

ব্যাখ্যা: ২৬ জুলাই ২০২১ সালে দেশে নতুন তিনটি উপজেলা প্রতিষ্ঠিত হয়— কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর। এতে দেশের মোট উপজেলার সংখ্যা দাঁড়ায় ৪৯৫টি।

25. "ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার" যে বিষয়ে ঘোষিত হয়েছে -
(a). নারীর ক্ষমতায়ন
(b). সমাজকল্যাণ
(c). দারিদ্র্য দূরীকরণ
(d). সৃষ্টিশীল অর্থনীতি
Ans: (d). সৃষ্টিশীল অর্থনীতি

ব্যাখ্যা: ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে সৃজনশীল অর্থনীতিতে অবদানের জন্য এই আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে। প্রতি দুই বছর অন্তর এ পুরস্কার প্রদান করা হয়।

26. কোভিড-১৯ এর ৩ ডোজের টিকা 'আবদালা'-র আবিষ্কারক দেশ হলো -
(a). স্পেন
(b). কিউবা
(c). রাশিয়া
(d). জার্মানি
Ans: (b). কিউবা

ব্যাখ্যা: আবদালা (Abdala) হলো কিউবার তৈরি তিন ডোজের কোভিড-১৯ ভ্যাকসিন, যা দেশীয়ভাবে উদ্ভাবিত।

27. 'ইলামতি' হলো -
(a). একটি চলচ্চিত্র
(b). এক ধরনের আম
(c). একটি উপন্যাস
(d). এক ধরনের ধান
Ans: (b). এক ধরনের আম

ব্যাখ্যা: ইলামতি হলো চাঁপাইনবাবগঞ্জে উদ্ভাবিত একটি নতুন জাতের আম। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের নামানুসারে এই আমের নামকরণ করা হয়। এটি নাবি জাতের আম।

28. 'নহর-ই যুবাইদা' যেখানে অবস্থিত -
(a). মক্কা
(b). মদিনা
(c). বাগদাদ
(d). দামেস্ক
Ans: (a). মক্কা

ব্যাখ্যা: আব্বাসীয় খলিফা হারুন অর রশিদের স্ত্রী যুবাইদার উদ্যোগে মক্কাবাসী ও হজযাত্রীদের পানির সংকট দূর করতে নহর-ই-যুবাইদা খনন করা হয়।

29. ২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত যে শহরে -
(a). বার্মিংহাম
(b). মেলবোর্ন
(c). কুয়ালালামপুর
(d). সিঙ্গাপুর সিটি
Ans: (a). বার্মিংহাম

ব্যাখ্যা: ২০২২ সালে ২২তম কমনওয়েলথ গেমস ইংল্যান্ডের বার্মিংহাম শহরে অনুষ্ঠিত হয়।

30. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম যে দেশ সফর করেন -
(a). যুক্তরাজ্য
(b). রাশিয়া
(c). ফ্রান্স
(d). বেলজিয়াম
Ans: (a). যুক্তরাজ্য

ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের জুনে জি-৭ সম্মেলনে অংশ নিতে প্রথম রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য যান। তার দ্বিতীয় সফর ছিল বেলজিয়াম।

ক্লাস ওয়ান থেকে বিসিএস পর্যন্ত পড়ালেখা বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

ওয়েবসাইট লিংক: WWW.FAIFINITY.COM

Related Posts

Post a Comment

সম্মানিত Faifinity.com পাঠক,
আপনি আমাদের সাথে থাকায় আমরা আনন্দিত ও উৎসাহিত। প্রত্যেক পাঠকের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে আমরা নিম্নলিখিত নির্দেশনাগুলো মেনে চলার জন্য আপনার সহযোগিতা কামনা করি:

১. গোপনীয়তা সুরক্ষা:
অনুগ্রহ করে আপনার মন্তব্যে সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

২. ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া:
ঘৃণামূলক বক্তব্য বা আপত্তিকর ভাষার প্রতি আমরা জিরো টলারেন্স নীতি বজায় রাখি। আসুন আমাদের কথোপকথনকে সম্মানজনক এবং বন্ধুত্বপূর্ণ রাখি।

৩. প্রস্তাবিত ভাষা:
অনুগ্রহ করে আপনার মন্তব্যে ইংরেজি বা বাংলা ভাষা ব্যবহার করুন। এই দুটি ভাষা আমাদের একটি পরিষ্কার, বোধগম্য ও সুসংগত আলোচনা বজায় রাখতে সাহায্য করবে।

৪. অন্যের মন্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া:
সকল পাঠকের মন মানসিকতা ধ্যান-ধারণা কখনো একরকম হতে পারে না। তাই অন্যের মন্তব্যের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করুন।

৫. ধর্মীয় বিষয়ে আলোচনা এড়িয়ে চলা:
একটি সুসংগত প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য আমরা আপনার প্রতি অনুরোধ করছি যে আপনি আপনার মন্তব্যে যে কোন ধর্মীয় বিষয়ে আলোচনা থেকে বিরত থাকুন।

মনে রাখবেন আপনার মন্তব্য, মতামত ও পরামর্শ আমাদের নিকট মূল্যবান। আমরা আমাদের পাঠকদের জন্য একটি সুসংগত প্ল্যাটফর্ম তৈরিতে আপনার সহযোগিতা কামনা করি এবং আপনার প্রতিশ্রুতির প্রশংসা করি। আসুন গঠনমূলক ও সম্মানজনক আলোচনার মাধ্যমে একসাথে শিখতে, শেখাতে ও বেড়ে উঠতে সাহায্য করি।

Faifinity.com ওয়েবসাইটের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ☄

______________________________________________
কোন মতামত বা পরামর্শ থাকলে info.faifinity@gmail.com ইমেইলের মাধ্যমে আমাদের জানাতে পারেন।