২০২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশের ১ম থেকে দশম শ্রেণী পর্যন্ত অর্থাৎ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় একটি নতুন মাত্রা হয়েছে। ২০২৫ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পুনরায় পূর্বের শিক্ষাক্রমে ফিরিয়ে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ১ম থেকে ১০ম শ্রেণীর সকল বইয়ের পিডিএফ ভার্সন প্রকাশ করেছে। যাতে করে শিক্ষার্থীরা যেকোনো সময় বিভিন্ন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পিডিএফ ভার্সন পড়তে পারে। এই পোস্টে আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত প্রাথমিক স্তরের ১ম শ্রেণীর বই গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং বই গুলোর পিডিএফ ভার্সন ডাউনলোড করার লিংক সংযুক্ত করা হয়েছে।
২০২৫ শিক্ষাবর্ষে ১ম শ্রেণিতে যেসব বিষয় রয়েছে (Subjects Covered in Class 1 in the 2025 Academic Year)
২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের ১ম শ্রেণিতে ৩ টি বিষয় রয়েছে । বিষয় গুলো হলো -
১. আমার বাংলা বই
২. প্রাথমিক গণিত
৩. English for Today
‘আমার বাংলা’ বইতে যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে
১. আমার পরিচয়
২. এসো রং করি ও আঁকি
৩. আমি ও আমার বিদ্যালয়
৪. আমি ও আমার সহপাঠীরা
৫. আঁকাআঁকি
৬. আমরা কী কী করি
৭. আঁকাআঁকি
৮. ছড়া
৯. বাঘ ও রাখাল
১০. বর্ণ শিখি: অ আ
১১. বর্ণ শিখি: ই ঈ
১২. বর্ণ শিখি: উ ঊ
১৩. বর্ণ শিখি: ঋ
১৪. বর্ণ শিখি: এ ঐ
১৫. বর্ণ শিখি: ও ঔ
১৬. স্বরবর্ণ
১৭. ইতল বিতল
১৮. কারচিহ্ন দেখি
১৯. বর্ণ শিখি: ক খ গ ঘ ঙ
২০. বর্ণ শিখি: চ ছ জ ঝ ঞ
২১. আকার শিখি
২২. ই-কার ঈ-কার শিখি
২৩. বর্ণ শিখি: ট ঠ ড ঢ ণ
২৪. বর্ণ শিখি: ত থ দ ধ ন
২৫. ট্রেন
২৬. বর্ণ শিখি: প ফ ব ভ ম
২৭. উ-কার ঊ-কার শিখি
২৮. ঋ-কার শিখি
২৯. এ-কার ঐ-কার শিখি
৩০. বর্ণ শিখি : য র ল
৩১. ও-কার ঔ-কার শিখি
৩২. বর্ণ শিখি : শ ষ স হ
৩৩. বর্ণ শিখি : ড় ঢ় য় ৎ
৩৪. বর্ণ শিখি : ঃ ং ঁ
৩৫. ছবি দেখি শব্দ বানাই
৩৬. এসো পড়ি ও লিখি
৩৭. এসো পড়ি ও লিখি
৩৮. এসো পড়ি ও লিখি
৩৯. ব্যঞ্জনবর্ণ
৪০. মামার বাড়ি
৪১. তুলির ঘর
৪২. ভোর হলো
৪৩. পড়ি ও লিখি
৪৪. যেতে যেতে পড়ি
৪৫. সাত দিনের কথা
৪৬. পিঁপড়া ও পায়রার গল্প
৪৭. আজকের দিন
৪৮. ছুটি
৪৯. আমাদের দেশ
৫০. বাঘের রাজা
৫১. সংখ্যা শিখি
৫২. আমাদের মুক্তিযুদ্ধ
৫৩. শব্দ নিয়ে খেলা
৫৪. আমার ঠিকানা
‘প্রাথমিক গণিত’ বইতে যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে
১. তুলনা করি
২. গণনা
৩. সংখ্যা (১ থেকে ১০)
৪. যোগের ধারণা
৫. বিয়োগের ধারণা
৬. সংখ্যা: ১১ থেকে ২০
৭. যোগ (১১ থেকে ২০)
৮. বিয়োগ (১১ থেকে ২০)
৯. সংখ্যা (২১ থেকে ৪০)
১০. স্থানীয় মান
১১. নিজে করি
১২. জ্যামিতি
১৩. প্যাটার্ন
১৪. সংখ্যা (৪১ থেকে ১০০)
১৫. যোগ
১৬. বিয়োগ
১৭. বাংলাদেশি মুদ্রা
১৮. নিজে করি
‘English for Today’ বইতে যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে
Unit-1 - Greetings and Farewells
Lesson 1: Good Morning
Lesson 2: Good Morning
Lesson 3: How Are You?
Lesson 4: How Are You?
Lesson 5: Goodbye
Lesson 6: A Rhyme: Two Little Blackbirds
Unit-2 - Alphabet and Numbers
Lesson 1: The Alphabet Song
Lesson 2: aA-bB
Lesson 3: CC-dD
Lesson 4: Numbers 1-2
Lesson 5: Two Little Hands
Lesson 6: eE-fF
Lesson 7: Numbers: 3-4
Lesson 8: Counting cats
Lesson 9: gG-hH
Lesson 10: Numbers 5-6
Lesson 11: il-jJ
Lesson 12: Numbers 7-8
Lesson 13: kK-IL
Lesson 14: mM-nN
Lesson 15: Numbers 9-10
Lesson 16: oO-Pp
Lesson 17: qQ-rR
Lesson 18: sS-IT
Lesson 19: uU-wW
Lesson 20: xX-zZ
Lesson 21: Review of aA-zZ
Unit-3 - Classroom Instructions
Lesson 1: Classroom Instructions
Lesson 2: Classroom Instructions
Lesson 3: Classroom Instructions
Unit-4 - Questions and Answers
Lesson 1: Self-introduction
Lesson 2: In the Village
Lesson 3: In the City
Lesson 4: At Home
Lesson 5: In the Classroom
Lesson 6: Review Lesson
Unit-5 - Rhymes and Sounds
Lesson 1: Animal Sounds
Lesson 2: Where Do You Live?
Lesson 3: A Family Tree
২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের বাংলা ভার্সন ১ম শ্রেণির PDF ডাউনলোড (NCTB 2025 Bangla Version Class 1 Books PDF Download)
ক্রমিক নং | বইয়ের নাম (বাংলা) | পিডিএফ লিংক |
---|---|---|
০১ | আমার বাংলা বই | ডাউনলোড |
০২ | প্রাথমিক গণিত | ডাউনলোড |
০৩ | English for Today | ডাউনলোড |
যেভাবে ডাউনলোড করবেন !
যেকোনো বই ডাউনলোড করতে ডাউনলোড লেখার উপর ক্লিক করুন। তাহলে ডাউনলোড শুরু হয়ে
যাবে। লেখায় ক্লিক করার পর ডাউনলোড শুরু না হলে ডাউনলোড লেখার উপর ক্লিক করে
চেপে ধরুন। এবার একটা পপ আপ আসবে সেখান থেকে “Open in new tab in group” অথবা
“Open in new tab” লেখার উপর ক্লিক করুন। এবার ব্রাউজারের Download অপশন চেক
করুন। সেখানে Downloaded File টি দেখতে পাবেন।
ক্লাস ওয়ান থেকে এডমিশন পর্যন্ত পড়ালেখা বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
ওয়েবসাইট লিংক: WWW.FAIFINITY.COM