নমুনা প্রশ্ন - ০১
01. নিচের কোনটি গ্র্যানিউলোসাইট নয়?
(a). Neutrophil
(b). Eosinophil
(c). Basophil
(d). Monocyte
Ans: (d). Monocyte
02. পেসমেকারে ব্যাটারির মেয়াদ কত বছর?
(a). ৩-১০ বছর
(b). ৮-১০ বছর
(c). ৩-৫ বছর
(d). ৭-১০ বছর
Ans: (d). ৭-১০ বছর
03. হৃৎপিণ্ডের ডান নিলয় ও ডান অলিন্দের সংযোগস্থলের কপাটিকা-
(a). মাইট্রাল কপাটিকা
(b). ট্রাইকাসপিড কপাটিকা
(c). পালমোনারি সেমিলুনার কপাটিকা
(d). অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা
Ans: (b). ট্রাইকাসপিড কপাটিকা
04. লোহিত রক্তকণিকা তৈরির জন্য এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি করে নিচের কোন
অঙ্গ?
(a). Liver
(b). Kidney
(c). Bone marrow
(d). Lungs
Ans: (b). Kidney
05. রক্তরসে জৈব উপাদানের পরিমাণ-
(a). ৮-১০%
(b). ০.৯%
(c). ৫৫%
(d). ৭-৯%
Ans: (d). ৭-৯%
06. নিউট্রোফিলের কাজ নিচের কোনটি?
(a). হেপারিন তৈরি
(b). হিস্টামিন তৈরি
(c). ফ্যাগোসাইটোসিস
(d). অ্যালার্জিক সাড়াদান
Ans: (c). ফ্যাগোসাইটোসিস
07. নিচের কোন কপাটিকার অপর নাম মাইট্রাল কপাটিকা?
(a). Tricuspid
(b). Bicuspid
(c). Pulmonary
(d). Coronary
Ans: (b). Bicuspid
08. লোহিত রক্তকণিকার পরিমাণ সবচেয়ে বেশি -
(a). ভ্রূণদেহে
(b). শিশুদেহে
(c). পূর্ণবয়স্ক পুরুষে
(d). পূর্ণবয়স্ক নারীতে
Ans: (a). ভ্রূণদেহে
09. অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের সময়কাল কত?
(a). 0.7 s
(b). 0.1 s
(c). 0.5 s
(d). 0.3 s
Ans: (a). 0.7 s
10. কোন জাতীয় ব্যারোরিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে?
(a). উচ্চচাপ ব্যারোরিসেপ্টর
(b). ক্যারোটিড ব্যারোরিসেপ্টর
(c). নিম্নচাপ ব্যারোরিসেপ্টর
(d). অ্যাট্রিয়াল ব্যারোরিসেপ্টর
Ans: (c). নিম্নচাপ ব্যারোরিসেপ্টর
11. লোহিত কণিকা সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?
(a). হিমোগ্লোবিনযুক্ত
(b). দ্বিউত্তল
(c). নিউক্লিয়াসবিহীন
(d). গোল
Ans: (b). দ্বিউত্তল
12. নিচের কোনটি পালমোনারি সংবহনের অংশ নয়?
(a). ডান ভেন্ট্রিকল
(b). বাম অ্যাট্রিয়াম
(c). ফুসফুস
(d). মহাশিরা
Ans: (d). মহাশিরা
13. কোনটি অ্যান্টিবডি সৃষ্টি করে?
(a). বেসোফিল
(b). লিম্ফোসাইট
(c). মনোসাইট
(d). ইওসিনোফিল
Ans: (b). লিম্ফোসাইট
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৫]
26. নিচের কোনটি অণুচক্রিকার আদি কোষ?
(a). মেগাক্যারিওসাইট
(b). লিম্ফোব্লাস্ট
(c). এরিথ্রোরাস্ট
(d). মায়েলোব্লাস্ট
Ans: (a). মেগাক্যারিওসাইট
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৬]
27. মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল -
(a). ৫-৭ মিনিট
(b). ৩-৬ মিনিট
(c). ১-৪ মিনিট
(d). ৩-৮ মিনিট
Ans: (c). ১-৪ মিনিট
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৯]
28. একটি হৃৎপিণ্ডে প্রতি মিনিটে ৮০ বার হৃৎকম্পন হয়, তাহলে হৃৎচক্রের
স্থায়িত্ব কত?
(a). ০.৬০ সেকেন্ড
(b). ০.৭৫ সেকেন্ড
(c). ০.৫০ সেকেন্ড
(d). ০.৮০ সেকেন্ড
Ans: (b). ০.৭৫ সেকেন্ড
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২০৪]
29. নিচের কোনটি লিফয়েড অঙ্গ নয়?
(a). প্লীহা
(b). টনসিল
(c). থাইমাস গ্রন্থি
(d). যকৃত
Ans: (d). যকৃত
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৯২]
30. নিচের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়?
(a). ফাইব্রিনোজেন
(b). প্রোগ্রম্বিন
(c). থ্রম্বোপ্লাস্টিন
(d). অ্যালবুমিন
Ans: (d). অ্যালবুমিন
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৮]
31. কোনটি ক্ষুদ্রতম রক্তকণিকা?
(a). এরিথ্রোসাইট
(b). লিউকোসাইট
(c). থ্রম্বোসাইট
(d). মেগাক্যারিওসাইট
Ans: (c). থ্রম্বোসাইট
[মাজেদা ম্যাডাম: জুলাই-২০২০, পৃষ্ঠা-১৬২]
32. হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়াকে কি বলে?
(a). কার্ডিওমায়োপ্যাথি
(b). কার্ডিওমেগালি
(c). কার্ডাইটিস
(d). অ্যাক্রোমেগালি
Ans: (b). কার্ডিওমেগালি
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২১১]
33. রক্তে বাফার হিসেবে কাজ করে নিচের কোনটি?
(a). ইমিউনোগ্লোবিউলিন
(b). হিমোগ্লোবিন
(c). বিলিরুবিন
(d). ফাইব্রিনোজেন
Ans: (b). হিমোগ্লোবিন
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৩]
34. রক্তের আপেক্ষিক গুরুত্ব কত?
(a). 1.065
(b). 1.05
(c). 1.056
(d). 1.5
Ans: (a). 1.065
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৭৯]
35. রক্তের বৈশিষ্ট্য সম্পর্কে সত্য কোনটি?
(a). কিছুটা অম্লীয়
(b). নিরপেক্ষ
(c). সামান্য ক্ষারীয়
(d). শক্তিশালী অম্লীয়
Ans: (c). সামান্য ক্ষারীয়
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৭৯]
36. প্রতি ১০০ মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে?
(a). ১৬ গ্রাম
(b). ৮ গ্রাম
(c). ৩৩ গ্রাম
(d). ৬৫ গ্রাম
Ans: (a). ১৬ গ্রাম
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৩]
37. কোনটি থেকে অ্যাট্রিয়ামের সংকোচনের সূত্রপাত ঘটে?
(a). ডান অ্যাট্রিয়ামের AV নোড
(b). বাম অ্যাট্রিয়ামের AV নোড
(c). ডান অ্যাট্রিয়ামের SA নোড
(d). বাম অ্যাট্রিয়ামের SA নোড
Ans: (c). ডান অ্যাট্রিয়ামের SA নোড
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২০৬]
38. রক্ততঞ্চনে কোন ধাতব আয়ন অংশগ্রহণ করে?
(a). Ca++
(b). Mg++
(c). Cu++
(d). Fe++
Ans: (a). Ca++
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৮]
39. আয়ু শেষ হলে নিচের কোনটিতে থ্রম্বোসাইট বিনষ্ট হয়?
(a). বৃক্ক
(b). প্লীহা
(c). অগ্ন্যাশয়
(d). পিত্তথলি
Ans: (b). প্লীহা
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৬]
40. Which one of the following is not a noun?
(a). Loneliness
(b). Childhood
(c). Purity
(d). Fairly
Ans: (d). Fairly
41. 'Mutton' is a/an -
(a). Common noun
(b). Abstract noun
(c). Material noun
(d). Proper noun
Ans: (c). Material noun
42. The doctor took the 'round' in the hospital. Here 'round' is a/an -
(a). noun
(b). adjective
(c). verb
(d). adverb
Ans: (a). noun
43. Which of the following is not an abstract noun?
(a). Goodness
(b). Family
(c). Bravery
(d). Childhood
Ans: (b). Family
44. What is the noun of the word 'Conclude'?
(a). Concluded
(b). Conclusively
(c). Conclusion
(d). Conclusive
Ans: (c). Conclusion
45. A chart was appended to the report. Here 'Appended' means -
(a). Changed
(b). Removed
(c). Joined
(d). Shortened
Ans: (c). Joined
46. তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত?
(a). লালমনিরহাট
(b). কুড়িগ্রাম
(c). নীলফামারী
(d). ফেনী
Ans: (a). লালমনিরহাট
47. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম -
(a). টেকনাফ
(b). তেতুলিয়া
(c). পঞ্চগড়
(d). বাংলাবান্ধা
Ans: (d). বাংলাবান্ধা
48. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম -
(a). পুঠিয়া, রাজশাহী
(b). নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
(c). লালপুর, নাটোর
(d). ঈশ্বরদী, পাবনা
Ans: (c). লালপুর, নাটোর
49. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
(a). বান্দরবান
(b). চাঁপাইনবাবগঞ্জ
(c). পঞ্চগড়
(d). দিনাজপুর
Ans: (a). বান্দরবান
নমুনা প্রশ্ন - ০২
01. নিচের কোনটি অ্যাগ্র্যানিউলোসাইট?
(a). Eosinophil
(b). Basophil
(c). Neutrophil
(d). Lymphocyte
Ans: (d). Lymphocyte
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮২]
02. অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্ত কণিকার নাম কি?
(a). Thrombocyte
(b). Monocyte
(c). Lymphocyte
(d). Erythrocyte
Ans: (d). Erythrocyte
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮২]
03. বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের মাঝামাঝি নিচের কোন কপাটিকা পাওয়া
যায়?
(a). বাইকাসপিড
(b). ট্রাইকাসপিড
(c). পালমোনারি
(d). সেমিলুনার
Ans: (a). বাইকাসপিড
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২০১]
04. পরিণত মানুষে নিম্নের কোন অঙ্গে লোহিত কণিকা তৈরি হয়?
(a). Thymus
(b). Bone marrow
(c). Spleen
(d). Kidney
Ans: (b). Bone marrow
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮২]
05. নিচের কোনটিকে ব্লাড ব্যাংক বলা হয়?
(a). Liver
(b). Spleen
(c). Kidney
(d). Heart
Ans: (b). Spleen
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৯৩]
06. নিচের কোনটি বেসোফিলের কাজ?
(a). ফ্যাগোসাইটোসিস
(b). অ্যালার্জিক সাড়াদান
(c). রক্ত জমাট
(d). রক্ত জমাট প্রতিরোধ
Ans: (d). রক্ত জমাট প্রতিরোধ
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৬]
07. নিচের কোনটিকে পেসমেকার বলা হয়?
(a). SA node (SAN)
(b). AV node (AVN)
(c). Bundle of His
(d). Purkinje fiber
Ans: (a). SA node
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২০৬]
08. শিশুর দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?
(a). ৮০-৯০ লাখ
(b). ৫০-৫৪ লাখ
(c). ৪৪-৪৯ লাখ
(d). ৬০-৭০ লাখ
Ans: (d). ৬০-৭০ লাখ
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮২]
09. ভেন্ট্রিকলের সিস্টোলের সময়কাল -
(a). 0.7 s
(b). 0.1 s
(c). 0.3 s
(d). 0.5 s
Ans: (c). 0.3 s
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২০৫]
10. হৃৎপিন্ডের সর্বাধিক পেশিবহুল অংশ কোনটি?
(a). বাম অ্যাট্রিয়াম
(b). ডান অ্যাট্রিয়াম
(c). বাম ভেন্ট্রিকল
(d). ডান ভেন্ট্রিকল
Ans: (c). বাম ভেন্ট্রিকল
[মাজেদা ম্যাডাম: জুলাই-২০২০, পৃষ্ঠা-১৭১]
11. নিচের কোনটিকে হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা বলা হয়?
(a). অ্যানজাইনা
(b). অ্যারিথমিয়া
(c). অ্যাথেরোচেরোসিস
(d). হার্ট ফেইলিউর
Ans: (a). অ্যানজাইনা
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২১২]
12. নিম্নের কোনটি কার্ডিওভাস্কুলার রোগ নয়?
(a). এনজাইনা পেকটোরিস
(b). মায়োকার্ডিয়াল ইনফার্কশন
(c). কার্ডিওমায়োপ্যাথি
(d). অ্যাজমা
Ans: (d). অ্যাজমা
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২১২]
13. কোনটি অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে?
(a). ইওসিনোফিল
(b). মনোসাইট
(c). নিউট্রোফিল
(d). বেসোফিল
Ans: (a). ইওসিনোফিল
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৬]
14. হৃৎপিন্ডের সর্বাপেক্ষা পুরু স্তর কোনটি?
(a). Epicardium
(b). Pericardium
(c). Endocardium
(d). Myocardium
Ans: (d). Myocardium
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৯৮]
15. হৃৎপিণ্ডের সূঁচালো শীর্ষদেশ কোন পাঁজরের ফাঁকে অবস্থান করে?
(a). ৪র্থ
(b). ৫ম
(c). ৬ষ্ঠ
(d). ৭ম
Ans: (b). ৫ম
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৯৭]
16. হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা কোনটি?
(a). এনজিওগ্রাম
(b). লিপিড প্রোফাইল
(c). ইসিজি
(d). ইটিটি
Ans: (c). ইসিজি
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২১৬]
17. মানবদেহে রক্তকণিকা সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলে -
(a). হিমাটোপয়েসিস
(b). হিমাটোজেনেসিস
(c). হিমাটোসিনথেসিস
(d). হিমাটোলাইসিস
Ans: (a). হিমাটোপয়েসিস
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮১]
18. মানবদেহে শ্বেত রক্ত কণিকার পরিমাণ 4000/dl এর চেয়ে কমে গেলে সেই অবস্থাকে
কি বলে?
(a). Leukopenia
(b). Leukaemia
(c). Thrombocytopenia
(d). Polycythemia
Ans: (a). Leukopenia
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৩,১৮৪]
19. কোনটি মানুষের স্বাভাবিক রক্তচাপ?
(a). 100/70 mmHg
(b). 90/60 mmHg
(c). 140/90 mmHg
(d). 120/80 mmHg
Ans: (d). 120/80 mmHg
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২০৭]
20. মানুষের হৃৎপিন্ডের হার্টবিট মিনিটে কতবার হয়?
(a). ১৪-১৮ বার
(b). ৬০-৯০ বার
(c). ৭০-৭৫ বার
(d). ৭০-৮০ বার
Ans: (d). ৭০-৮০ বার
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২০৪]
21. নিচের কোনটি হার্ট অ্যাটাকের প্রধান কারণ নয়?
(a). ডায়াবেটিস
(b). ধূমপান
(c). নিম্ন রক্তচাপ
(d). রক্তে অতিরিক্ত চর্বি
Ans: (c). নিম্ন রক্তচাপ
[আলীম স্যার: আপডেট এডিশন, পৃষ্ঠা-১৭৪]
22. অ্যাওটার উদ্ভব ঘটে কোথা থেকে?
(a). বাম নিলয়
(b). ডান নিলয়
(c). ডান অ্যাট্রিয়াম
(d). সিস্টেমিক ধমনি
Ans: (a). বাম নিলয়
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২০০]
23. সিস্টেমিক সংবহনের সময়কাল কত?
(a). ২০-৩৫ সেকেন্ড
(b). ২৫-৩০ সেকেন্ড
(c). ৩০-৩৫ সেকেন্ড
(d). ১৫-২০ সেকেন্ড
Ans: (b). ২৫-৩০ সেকেন্ড
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২০৮]
24. হৃদ-ফুসফুস যন্ত্র কোন কাজে ব্যবহৃত হয়?
(a). অ্যানজিওপ্লাস্টিতে
(b). ওপেন হার্ট সার্জারিতে
(c). রক্তচাপ নিয়ন্ত্রণ করতে
(d). পেসমেকার বসাতে
Ans: (b). ওপেন হার্ট সার্জারিতে
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২১৮]
25. নিচের কোনটি এনজিওপ্লাস্টির উদাহরণ নয়?
(a). বেলুন
(b). লেজার
(c). স্টেন্টিং
(d). ক্লিপিং
Ans: (d). ক্লিপিং
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২২১]
26. রক্তের গ্রুপিং এর জন্য দায়ী নিচের কোনটি?
(a). RBC
(b). WBC
(c). Platelate
(d). Plasma
Ans: (a). RBC
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৩]
27. মানুষের রক্তের স্বাভাবিক pH কত?
(a). 7.35-7.45
(b). 7.25-7.35
(c). 7.45-7.55
(d). 7.35-7.55
Ans: (a). 7.35-7.45
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৭৯]
28. কোন ব্যক্তির Heart Rate 100 beats/min হলে তার Cardiac Cycle এর সময়
কত?
(a). 0.8 sec
(b). 0.7 sec
(c). 0.6 sec
(d). 1.67 sec
Ans: (c). 0.6 sec
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২০৪]
29. রক্তজমাট বাধার জন্য রক্তে কতগুলো ক্লটিং ফ্যাক্টর পাওয়া যায়?
(a). ১০ টি
(b). ১১ টি
(c). ১৪ টি
(d). ১৩ টি
Ans: (d). ১৩ টি
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৮] [বি.দ্র.: আলীম স্যার
অনুসারে: ক্লটিং ফ্যাক্টর ১২ টি]
30. নিম্নের কোনটি প্লাজমা প্রোটিন নয়?
(a). অ্যালবুমিন
(b). গ্লোবিউলিন
(c). থ্রম্বোপ্লাস্টিন
(d). ফাইব্রিনোজেন
Ans: (c). থ্রম্বোপ্লাস্টিন
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮১]
31. নিম্নের কোনটি রক্তে উপস্থিত রঞ্জক পদার্থ?
(a). জ্যানথিন
(b). ক্যারোটিন
(c). ক্রিয়েটিনিন
(d). গ্লোবিউলিন
Ans: (b). ক্যারোটিন
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮১]
32. সিরামে কোনটি অনুপস্থিত?
(a). Fibrinogen
(b). Albumin
(c). Globulin
(d). Thromboplastin
Ans: (a). Fibrinogen
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৯]
33. একটি হিমোগ্লোবিন অণু কয়টি অক্সিজেন অণুর সাথে যুক্ত হতে পারে?
(a). ৪ টি
(b). ১ টি
(c). ২ টি
(d). ৩ টি
Ans: (a). ৪ টি
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৩]
34. লসিকার আপেক্ষিক গুরুত্ব কত?
(a). ১.০১-১.০৬১
(b). ১.০১-১.৬১
(c). ১.১-১.১৬
(d). ১.০১-১.০১৬
Ans: (d). ১.০১-১.০১৬
[আলীম স্যার: আপডেট এডিশন, পৃষ্ঠা-১৬০]
35. হার্টবিট বা হৃদস্পন্দন বলতে বোঝায় হৃৎপিণ্ডের -
(a). একবার সিস্টোল ও একবার ডায়াস্টোল
(b). দুইবার সিস্টোল ও একবার ডায়াস্টোল
(c). দুইবার ডায়াস্টোল ও একবার সিস্টোল
(d). দুইবার সিস্টোল ও দুইবার ডায়াস্টোল
Ans: (a). একবার সিস্টোল ও একবার ডায়াস্টোল
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-২০৪]
36. প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় লিম্ফোসাইট থাকে -
(a). 500-7500
(b). 5000-75000
(c). 500-75000
(d). 500-750
Ans: (c). 500-75000
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৯০]
37. লোহিত রক্ত কণিকায় যেটি উপস্থিত -
(a). নিউক্লিয়াস
(b). RNA
(c). মাইটোকন্ড্রিয়া
(d). কোষ ঝিল্লি
Ans: (d). কোষ ঝিল্লি
[আলীম স্যার: আপডেট এডিশন, পৃষ্ঠা-১৫৩]
38. একজন সুস্থ মানুষের দেহে শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকার অনুপাত
কত?
(a). 600:1
(b). 1:600
(c). 500:1
(d). 1:500
Ans: (b). 1:600
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৩]
39. কোনটি থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়?
(a). এরিথ্রোব্লাস্ট
(b). মায়েলোব্লাস্ট
(c). মেগাক্যারিওসাইট
(d). অস্টিওব্লাস্ট
Ans: (a). এরিথ্রোব্লাস্ট
[গাজী আজমল স্যার: অষ্টম সংস্করণ-২০২১, পৃষ্ঠা-১৮৪]
40. What is the noun form of the word 'Know'?
(a). Knowing
(b). Knowledge
(c). Knowledgeable
(d). Known
Ans: (b). Knowledge
41. What kind of noun is 'Cattle'?
(a). Proper noun
(b). Common noun
(c). Collective noun
(d). Material noun
Ans: (c). Collective noun
42. "The warning of the authority falls on deaf ears". Here 'warning' does
the function of-
(a). adjective
(b). verb
(c). noun
(d). adverb
Ans: (c). noun
43. The word 'Wisdom' is a/an -
(a). Noun
(b). Pronoun
(c). Verb
(d). Adverb
Ans: (a). Noun
44. Pick the word that is synonymous with ‘Authoritarian'.
(a). Autocratic
(b). Senior
(c). Elderly
(d). Potential
Ans: (a). Autocratic
45. Which one of the following is not a synonym for ‘Anxiety’?
(a). Disquiet
(b). Apprehension
(c). Indifference
(d). Unease
Ans: (c). Indifference
46. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে?
(a). কক্সবাজার
(b). বান্দরবান
(c). খাগড়াছড়ি
(d). রাঙ্গামাটি
Ans: (d). রাঙ্গামাটি
47. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
(a). রাঙ্গামাটি
(b). বান্দরবান
(c). খাগড়াছড়ি
(d). চট্টগ্রাম
Ans: (a). রাঙ্গামাটি
48. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
(a). 10:6
(b). 8:6
(c). 10:4
(d). 11:7
Ans: (a). 10:6
49. বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত নেই?
(a). অরুণাচল
(b). আসাম
(c). মেঘালয়
(d). ত্রিপুরা
Ans: (a). অরুণাচল
ক্লাস ওয়ান থেকে বিসিএস পর্যন্ত পড়ালেখা বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
ওয়েবসাইট লিংক→ WWW.FAIFINITY.COM
![Medical and Varsity Math Admission Exam Sample Question 01 [90+ MCQ] Medical and Varsity Math Admission Exam Sample Question 01 [90+ MCQ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTPZWd-Hw_hUQhTAWDxtSILF1GvwaI7dowtwXpbXCwVsnREHc-zYv3BCjV1piExknwg2mWeLFPnw1kH6W9do26MpUAv38yUXDPxlCYBBl3kh31c69PTIr_JKRLQ1WSrlGEsV27qY8qzQliKa6K7UO5G39VYxhlg9wBuM1xHZUGOpky21YKYT7abX0uia-E/s16000-rw/Medical%20and%20Varsity%20Math%20Admission%20Exam%20Sample%20Question%2001%20-%2090+%20MCQ.jpg)