HCS ও মেডিকেলের জন্য 15+ বায়োলজি MCQ - HSC and Medical Biology MCQ - Part 01

HCS ও মেডিকেলের জন্য 15+ বায়োলজি MCQ - HSC and Medical Biology MCQ Part 01, Medical Exam Biology MCQ, Medical Exam MCQ, Medical Exam Question

এই পোস্টে এইচএসসির ১৫ এরও অধিক MCQ প্রশ্ন-উত্তরসহ দেয়া হয়েছে । যেটা এইচএসসি, মেডিকেল বা অ্যাডমিশন এর বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে ।

HCS ও মেডিকেলের জন্য 15+ বায়োলজি MCQ - Medical + Biology MCQ Part 01

নিচের কোনটি সঠিক নয়?
(ক). মিউকাস কোষ - মিউসিন
(খ). প্যারাইটাল ক্লোষ - HCI
(গ). আর্জেন্টাফাইন কোষ - রেনিন
(ঘ). পেপটিক কোষ - পেপসিন

উত্তর: (গ). আর্জেন্টাফাইন কোষ - রেনিন

০২. অ্যাথেরোমেটাস প্ল্যাক এর আধিক্যের কারণে কোনটি হয়?
(ক). মস্তিষ্কে রক্তক্ষরণ হয়
(খ). ধমনি পথ সংকীর্ণ হয়
(গ). রক্ত প্রবাহ দ্রুততর হয়
(ঘ). রক্ত প্রবাহ কমে যায়

উত্তর: (খ). ধমনি পথ সংকীর্ণ হয়

০৩. মানুষের হৃৎপিণ্ড ও রক্তচাপ বৃদ্ধিকারী হরমোন কোনটি?
(ক). অ্যাড্রেনালিন
(খ). ইস্ট্রোজেন
(গ). ভেসোপ্রেসিন
(ঘ). গ্লকোকটিকয়েড

উত্তর: (ক). অ্যাড্রেনালিন

০৪. অমরা গঠনে অংশগ্রহণ করে কোনটি?
(ক). অ্যামনিওন ও কুসুমথলি
(খ). অ্যালানটয়েস ও কোরিয়ন
(গ). কোরিয়ন ও কুসুম থলি
(ঘ). অ্যামনিওন ও কোরিয়ন

উত্তর: (খ). অ্যালানটয়েস ও কোরিয়ন

০৫. কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গলা দাত ও মাথা ব্যথা হয়?
(ক). ফ্রন্টাল
(খ). স্ফেনয়েড
(গ). এথময়েড
(ঘ). ম্যাক্সিলারি

উত্তর: (ঘ). ম্যাক্সিলারি

০৬. হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে কোন এন্টিবডি?
(ক). IgG
(খ). IgE
(গ). IgD
(ঘ). IgA

উত্তর: (খ). IgE

০৭. hydra তে কিউটিকল সৃষ্টি হয় কোন কোষের নিঃসৃত রসে?
(ক). পেশি আবরনী কোষ
(খ). গ্রন্থি কোষ
(গ). ইন্টারস্টিসিয়াল কোষ
(ঘ). এমিবয়েড কোষ

উত্তর: (ক). পেশি আবরনী কোষ

০৮. সিমেন তৈরীর জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে কোন অঙ্গ?
(ক). ভাস ডিফারেন্স
(খ). শুক্রাশয়
(গ). সেমিনাল ভেসিকল
(ঘ). এপিডিডাইমিস

উত্তর: (গ). সেমিনাল ভেসিকল

০৯. ল্যাকটিয়াল হলো এক ধরনের —
(ক). মনোসাইট
(খ). প্লাজমা
(গ). লসিকা
(ঘ). বেসোফিল

উত্তর: (গ). লসিকা

১০. কোন শ্রেণি থেকে আর্কিওপটেরিক্সের উৎপত্তি হয়েছে?
(ক). Reptilia
(খ). Amphibia
(গ). Aves
(ঘ). Mammalia

উত্তর: (ক). Reptilia

১১. ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্টি হয় মানুষের কোন অঙ্গ?
(ক). স্নায়ুতন্ত্র
(খ). হৃৎপিণ্ড
(গ). ফুসফুস
(ঘ). চুল

উত্তর: (খ). হৃৎপিণ্ড

১২. প্রানীদের ক্ষেত্রে এটুইজম হলো —
(ক). অর্জিত গুণ
(খ). অভ্যাসগত গুণ
(গ). স্বার্থপরতা
(ঘ). পরার্থপরতা

উত্তর: (ক). অর্জিত গুণ

১৩. নিচের কোনটি রুইমাছের স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে?
(ক). সাইক্লয়েড আইশ
(খ). কানকো
(গ). বায়ুথলি
(ঘ). পাশীয় রেখা

উত্তর: (ঘ). পাশীয় রেখা

১৪. মস্তিষ্কের কোন অংশ পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে?
(ক). থ্যালামাস
(খ). পিনিয়াল বডি
(গ). সেরেবেলাম
(ঘ). হাইপোথ্যালামাস

উত্তর: (ঘ). হাইপোথ্যালামাস

১৫. হৃৎপিণ্ডের কোন প্রাচীর সংকোচন প্রসারণে ভূমিকা পালন করে?
(ক). পেরিকার্ডিয়াম
(খ). এপিকার্ডিয়াম
(গ). মায়োকার্ডিয়াম
(ঘ). এন্ডোকার্ডিয়াম

উত্তর: (গ). মায়োকার্ডিয়াম

১৬. প্রাণিজগৎ এর ভিন্নতার কারণ কোনটি?
(ক). প্রজাতিগত বৈচিত্র্য
(খ). খাদ্যভাসগত বৈচিত্র্য
(গ). আচরণগত বৈচিত্র্য
(ঘ). চলাচলগত বৈচিত্র্য

উত্তর: (ক). প্রজাতিগত বৈচিত্র্য

১৭. পেরিট্রিম আবরণ কিসের অংশ?
(ক). স্পাইরাকল
(খ). ট্রাকিয়া
(গ). ট্রাকিওল কোষ
(ঘ). বায়ুথলী

উত্তর: (ক). স্পাইরাকল

১৮. নিচের কোনটি অন্তক্ষরা গ্রন্থি?
(ক). স্তনগ্রন্থি
(খ). যকৃত
(গ). শুক্রাশয়
(ঘ). লালাগ্রন্থি

উত্তর: (গ). শুক্রাশয়

১৯. ভারী চেইনের ভিত্তিতে এন্টিবডি কত প্রকার?
(ক). ৩
(খ). ৮
(গ). ৫
(ঘ). ৬

উত্তর: (গ). ৫

Post a Comment

সম্মানিত Faifinity.com পাঠক,
আপনি আমাদের সাথে থাকায় আমরা আনন্দিত ও উৎসাহিত। প্রত্যেক পাঠকের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে আমরা নিম্নলিখিত নির্দেশনাগুলো মেনে চলার জন্য আপনার সহযোগিতা কামনা করি:

১. গোপনীয়তা সুরক্ষা:
অনুগ্রহ করে আপনার মন্তব্যে সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

২. ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া:
ঘৃণামূলক বক্তব্য বা আপত্তিকর ভাষার প্রতি আমরা জিরো টলারেন্স নীতি বজায় রাখি। আসুন আমাদের কথোপকথনকে সম্মানজনক এবং বন্ধুত্বপূর্ণ রাখি।

৩. প্রস্তাবিত ভাষা:
অনুগ্রহ করে আপনার মন্তব্যে ইংরেজি বা বাংলা ভাষা ব্যবহার করুন। এই দুটি ভাষা আমাদের একটি পরিষ্কার, বোধগম্য ও সুসংগত আলোচনা বজায় রাখতে সাহায্য করবে।

৪. অন্যের মন্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া:
সকল পাঠকের মন মানসিকতা ধ্যান-ধারণা কখনো একরকম হতে পারে না। তাই অন্যের মন্তব্যের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করুন।

৫. ধর্মীয় বিষয়ে আলোচনা এড়িয়ে চলা:
একটি সুসংগত প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য আমরা আপনার প্রতি অনুরোধ করছি যে আপনি আপনার মন্তব্যে যে কোন ধর্মীয় বিষয়ে আলোচনা থেকে বিরত থাকুন।

মনে রাখবেন আপনার মন্তব্য, মতামত ও পরামর্শ আমাদের নিকট মূল্যবান। আমরা আমাদের পাঠকদের জন্য একটি সুসংগত প্ল্যাটফর্ম তৈরিতে আপনার সহযোগিতা কামনা করি এবং আপনার প্রতিশ্রুতির প্রশংসা করি। আসুন গঠনমূলক ও সম্মানজনক আলোচনার মাধ্যমে একসাথে শিখতে, শেখাতে ও বেড়ে উঠতে সাহায্য করি।

Faifinity.com ওয়েবসাইটের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ☄

______________________________________________
কোন মতামত বা পরামর্শ থাকলে info.faifinity@gmail.com ইমেইলের মাধ্যমে আমাদের জানাতে পারেন।