ফাজিল (স্নাতক) পাস প্রথম বর্ষের চারটি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হলো উলূমুল কোরআন ও হাদিস তৃতীয় পত্র - আল আকাইদুল ইসলামিয়্যাহ । এ বিষয়ে ১০০ মার্কের পরীক্ষা হয় । পরীক্ষার প্রশ্ন এ বিষয়কে “আলিফ” ও “বা” এই দুই অংশে ভাগ করা হয়েছে । আর পরীক্ষায় উত্তর প্রদানের ক্ষেত্রে আলিফ অংশ থেকে ২টি এবং বা অংশ থেকে ৬টি অর্থাৎ সর্বমোট ৮টি প্রশ্নের উত্তর প্রদান করতে হয় । এই পোস্টে ২০২২ সালের উলূমুল কোরআন ও হাদিস তৃতীয় পত্র - আল আকাইদুল ইসলামিয়্যাহ প্রশ্নপত্রটির পিডিএফ ফাইল দেওয়া হয়েছে । যাতে করে সকল পরীক্ষার্থী এই প্রশ্ন থেকে ভালোভাবে ধারণা নিতে পারে এবং পরীক্ষায় প্রস্তুতির জন্য কাজে লাগাতে পারে ।
উলূমুল কুরআন ওয়াল হাদিস ৩য় পত্রের সংক্ষিপ্ত পরিচিতি
পরিক্ষা কোড: ৩০১
বিষয় কোড: ১০৩
পূর্ণমান: ১০০
সময়: ৩ ঘন্টা
প্রশ্নের অংশ: ২টি (আলিফ ও বা)
আলিফ ও বা অংশে যে যে প্রশ্ন আসে
আলিফ অংশ: ৪টি প্রশ্ন আসে ২টি উত্তর দিতে হয়
বা অংশ: ১২টি প্রশ্ন আসে ৬টির উত্তর দিতে হয়
২০২২ সালের আল আকাইদুল ইসলামিয়্যাহ বোর্ড প্রশ্নপত্র বিশ্লেষণ
২০২২ সালের আল আকাইদুল ইসলামিয়্যাহ বোর্ড প্রশ্নপত্রটি বিশ্লেষণ করলে দেখা যায়
আলিফ অংশে যেসব টপিক থেকে প্রশ্ন এসেছে
- আকিদাহ থেকে ১টি
- তাওহীদ থেকে ১টি
- ঈমান থেকে ১টি
- শিরক থেকে ১টি প্রশ্ন এসেছে।
বা অংশে যেসব টপিক থেকে প্রশ্ন এসেছে
- আহলে বায়াত
- রিসালাত
- আকিদাহ
- খতমে নবুয়ত
- কবরের যাব
- ফেরকা
- সাহাবিদের পরিচয়
- সিরাতে ও হাউজে কাউসার
- ফিকহুল আকবার
- কেয়ামতের ছোট ও বড় আলামত
- ইমাম আবু হানিফার জীবনী
উলূমুল কুরআন ওয়াল হাদিস ৩য় পত্র - আল আকাইদুল ইসলামিয়্যাহ ২০২২ প্রশ্নপত্রের ছবি



উলূমুল কুরআন ওয়াল হাদিস ৩য় পত্র - আল আকাইদুল ইসলামিয়্যাহ বিষয়ে পরিক্ষায় ভালো করার টিপস
- নিয়মিত পড়াশোনার ধারাবাহিকতা ধরে রাখা। প্রতিদিন পড়াশোনার জন্য কিছু সময় নির্দিষ্ট করা।
- পড়ার পাশাপাশি নিয়মিত অনুশীলন করা।
- পূর্বের সালের প্রশ্নপত্র গুলো সমাধান করা।
- অনুবাদের পাশাপাশি ব্যাখ্যা ভালোভাবে বুঝা ও মুখস্ত করা।
- ভালো ধারণা পাওয়ার জন্য মডেল টেস্ট অনুশীলন করা।
২০২২ সালের উলূমুল কুরআন ওয়াল হাদিস ৩য় পত্র অর্থাৎ আল আকাইদুল ইসলামিয়্যাহ প্রশ্নপত্রটির PDF ডাউনলোড
প্রশ্নপত্র টি ডাউনলোড করতে উপরের ডাউনলোড বাটনে ক্লিক করুন । কোন কারনে ডাউনলোড
করতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
Contact Us
উপসংহার
সর্বশেষ বলতে চাই পরীক্ষায় ভালো করতে হলে নিয়মিত পড়াশোনার বিকল্প নেই। তবে যদি বেশি সময় না পাওয়া যায় সেক্ষেত্রে যেকোনো একটি সাজেশন ফলো করলে ভাল হবে। এছাড়া উপরোক্ত আল আকাইদুল ইসলামিয়্যাহ এর প্রশ্নপত্রটি হেল্পফুল হতে পারে।
ক্লাস ওয়ান থেকে শুরু করে এডমিশন পর্যন্ত পড়ালেখা বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
ওয়েবসাইট লিংক: WWW.FAIFINITY.COM